কাব্যসংসার

View cart “কবিতাপুঞ্জ” has been added to your cart.

৳ 450.00

বিগত শতাব্দীর ষাটের দশক পেরিয়ে আধুনিক কবিতা যখন নানারূপ স্খলন-পতনের শিকার হয়ে পাঠকের বিবমিষার উদ্রেক করতে শুরু করে, ঠিক তখনই আধুনিকতায় প্রসাদগুণসম্পন্ন নিজস্ব উপাদান যুক্ত ক‘রে আবিদ আনোয়ার পাঠকনন্দিত হয়ে ওঠেন। কবি শামসুর রাহমান তাঁর অন্যের মানসে বসবাস-শীর্ষক কলামে মন্তব্য করেছিলেন: ‘আবিদ আনোয়ার–এর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কাব্যরসিকদের নজর কাড়ে… চিত্রকল্পকে প্রাধান্য দেন বলে তাঁর কবিতা মনোগ্রাহী হয়ে ওঠে … একটি সার্থক চিত্রকল্প শত পৃষ্ঠার বর্ণনার চেয়েও বেশি বাঙ্ময় ও মূল্যবান…’। শামসুর রাহমান ছাড়াও বহু সাহিত্যবোদ্ধা আবিদ আনোয়ার-এর রচনাকর্মকে ষাটোত্তর প্রজন্মের অত্যন্ত মূল্যবান ফসল বলে মত দিয়েছেন তাঁদের মূল্যায়নে।এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন: শওকত ওসমান, সৈয়দ আলী আহসান, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মোহাম্মদ মাহফুজউল্লাহ, ড. হুমায়ুন আজাদ, য. মাহবুব সাদিক, অসিম সাহা, ড. রফিকউল্লাহ খান, মোসতাফা সায়ীদ, শেখর ইমতিয়াজ, আনিসুল হক, ড. তপন বাগচী ও মামুন মুস্তাফা। ‘তার কবিতার দ্বারা সংক্রমিত হওয়ার জন্যে দরকার অভিনিবেশী পাঠর সম্প্রদায় যারা চিত্রকল্পের শোভা ও ব্যঞ্জনা অনুধাবনে সমর্থ’  ড. হুমায়ুন আজাদ-এর এই মন্তব্যকে গুরুত্ব দিয়ে আবিদ আনোয়ার শিল্পরূপের সঙ্গে কোনোরূপ আপস না-করেও ক্রমাগত প্রয়াস চালিয়েছেন যেন সবধরনের পাঠকই তাঁর কাব্যশিল্পের রসাস্বাদন করতে পারেন। ১৯৯৮ সালের ২০ মার্চ মানবজমিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন@ ‘কিছুদিন আগে সুনীলের টেবিলে আমি আবিদ আনোয়ারের একটি কবিতার বই পড়লাম। পড়ে খুবই মুগ্ধ হলাম।’ এতে প্রতীয়মান হয় যে, পশ্চিম বাঙলায় আবিদ আনোয়ার –এর রচনাকর্ম অভিঘাত তৈরি করতে সমর্থ হয়েছে। এই কবির কবিতা ও কবিতাবিষয়ক রচনাকর্মের উৎকর্ষ নিয়ে দুই বাঙলার বিশিষ্টজনদের মন্তব্য এই বইয়ের প্রারম্ভিক একটি অংশে তুলে ধরা হয়েছে।