দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু

View cart “বর্ণ বর্ধিত হোক ও বিদ্রোহ” has been added to your cart.

৳ 500.00

বাংলা সাহিত্যের এক বিশাল এলাকা দখল করে আছে বাংলার মহত্তম পুরুষদের স্মরণে রচিত কবিতা, গান, প্রবন্ধ-নিবদ্ধ, অথবা স্মৃতিচারণমূলক রচনা। এইসব রচনা সংকলিত হয়ে পৃথক পৃথক গ্রন্থরূপে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু বাঙালির প্রথম জাতি-রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পূর্ণাঙ্গ, তথ্যসমৃদ্ধ ও নির্মোহ জীবনী এখন পর্যন্ত রচিত না হওয়ার ঘটনা যেমন চরম দুঃখজনক, তেমনি তাঁর জীবনের নানাদিক উন্মোচনের এবং তাকে তুলে ধরার প্রয়াসও ততোধিক ধিক্কারজনক ঘটনা। সেই বিচারে ‘দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু’ ‘সংকলনের গুরুত্ব অপরিসীম। এই মহত্তম ‍পুরুষের  জীবদ্দশায়ই যখন তিনি বাঙালির স্বাধীন ও র্সাভৌম রাষ্ট্র কায়েমের সংগ্রামে ও যুদ্ধে প্রতি পদে জীবনবাজি রাখা মহানায়কের ভূমিকায় অবতীর্ণ, আমরা, এই কাব্য সংকলন সূত্রেই দেখব, তাঁকে নিয়ে কবিতা, গান ও ছড়া রচনা করছেন বাংলা সাহিত্যর দিকপাল সব কবি, এমন কী রবীন্দ্রনাথের শেষ বংশধরদের একজন বিপ্লবী, কবি ও সংগীতজ্ঞ সৌমেন্দ্রনাথ ঠাকুরও। বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন দুই বাংলারই প্রবীণ ও নবীন কবি-কারুকারদের মননে আরাধ্য বীরের প্রতীক। সেই বীরের বন্দনায় মুছে গিয়েছিল দুই বাংলার বাঙালির সীমান্তিক ভেদরেখা, ধর্ম ও বর্ণের কৃত্রিম বন্ধন। আমরা অনুপুঙ্খ অনুসন্ধানে ব্যাপৃত হয়ে এ-ও দেখেছি, অবিভক্ত ভারতবর্ষ তো বটেই, বিশ্বপরিসরেও, কোনো বীরের জীবদ্দশায় এত কবিতা, ছড়া ও গান রটিত হয়নি। এখনো জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা রচনার জোয়ার অব্যাহত। অতিক্রান্ত প্রতিটি দিন তিনি বাংলার কবিদের কবিতা, গানে ও ছড়ায় নতুন রূপে ও মাত্রিকতায় ভাস্বরিত। সুদীর্ঘ তিন দশকের শ্রমের ফসল এই সংকলন। এতে যেমন বঙ্গবন্ধুর জীবদ্দশায় রচিত দুই বাংলার কবিদের কবিতা ঠাঁই করে নিয়েছে, তেমনি তাঁর অকাল ও আকস্মিক বীরোচিত মৃত্যুর পর তাঁকে নিবেদিত কবিতাও সমগুরুত্বের সঙ্গে সঙ্কলিত হয়েছে। এই ঐতিহাসিক ও প্রামাণিক সংকলনটি সম্পাদনা করে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন শিশুসাহিত্যিক, কবি ও সাংবাদিক আখতার হুসেন।