- Publish Date: February 2016
- Page No: 151
- Size: 5.5×8.5
- Binding: Hard Cover
- ISBN No: 978 984 04 1874 9
মমতায় রাখি বুকের গভীরে
৳ 300.00
মমতা, স্মৃতি ও আলো ছড়ানো গ্রন্থ ‘মমতায় রাখি বুকের গভীরে।’সমাজ-সংসারের রূঢ় বাস্তবতায় মানবিক বোধ, প্রীতি এবং পারস্পারিক সহানুভূতি যেভাবে কমে যাচ্ছে এবং ব্যত্তিগতভাবে লাভবান হওয়ার এজেন্ডা প্রতিক্ষণে বৃদ্ধি পাচ্ছে তাতে পৃথিবীতে যৌথবোধ ও সমষ্টিগত বৈধ আনন্দ ব্যাকডেটেড হয়ে পড়েছে। কিন্তু উন্নয়ন, উপভোগ এবং উজ্জ্বলতা বাড়াতে গেলে মাইক্রো মনোবৃত্তি ধারণ করলে বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব নয়। লেখক তাই মনে -প্রাণে মন থেকে, সমাজ থেকে অন্ধকার-অবিবেচনা-অসুন্দরকে কমাতে করণীয় সম্পর্কে এক ঝলক আলো ফেলতে গল্পের আবরণে, স্মৃতি বর্ণনায় এবং প্রবন্ধ উপস্থাপনা করে জীবনমুখী, কল্যাণমুখী গ্রন্থটি প্রণয়ন করেছেন। লেখকের লেখার মধ্যে ভাবনার খোরাক আছে। তিনি কর্মক্ষেত্রের অবিজ্ঞতাকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে পাঠকদের জন্য আলোকিত একটি ধারা এবং শুভ ও মঙ্গলময় চেতনার পথ রচনার চেষ্টা করেছের। বইটি পাঠে মনে হবে, এ যেন আমারই কথা। মনে হবে জীবনের গভীরে যে স্মৃতি, যে প্রীতি, যে বেদনা জমা আছে সেগুলোকেই তুলে এনে একান্ত আন্তরিকতায় ও গভীর মমতায় লেখক ফুটিয়ে তুলেছেন। মনে হবে আমরা পিছু হটবো না। মনে হবে আমরা বিপথে, কুপথে, কুসংস্কারে যাবো না, বরং মানবিক হবো, মমতায় কোমল ও সুখময় ধারা নিজে পাবো, অন্যকে দিবো। অন্যকে দেবো। মনে হবে আমরা মমতা বিলিয়ে, আলো ছড়িয়ে জীবনকে করে তুলবো শান্তিময়, হবো সফল। আরো হয়তো মনে হবে বহুদিন খুঁজে দেখিনি আমার প্রিয় বন্ধু এবং আপনতর অনেক কিছুকেই? মনে হবে এখনই যাত্রা করি শুরু। মনে হবে আমি যেন হই অগ্রপথিক।