অন্যচোখে বাংলাদেশ

৳ 300.00

একটি ভিন্নধর্মী ভ্রমণ কাহিনি। একজন বিদেশী পর্যটকের দৃুষ্টতে দর্শনীয় স্থানের বিবরণের বিপরীতে একজন প্রবাসীর দেখা স্বদেশের বিবরণ। বহুবছর আগে দেশ ছাড়ার ফলে লেখকের স্মৃতিতে তিরিশ – চল্লিশ-পঞ্চাশ বছর আগের বাংলাদেশের চিত্রপট –ই বাসা বেঁধে আছে। ফলে তার পক্ষে সময়ের সাথে বিভিন্ন পরিবর্তনের সঠিক চিত্র তুলে ধরা সম্ভব হয়েছে। এই পরিবর্তনের শুধু দশনীয় স্থানের বিবরণে নয় । আমাদের যোগাযোগ ও সমাজ ব্যবস্থা, অথনীতি, শিক্ষা ও  সংস্কৃতি,  এবং সর্বোপরি মানুষের মনোজগতে যে আমূল পরিবর্তন হয়ে চলেছে তার বিশ্লেষণথর্মী বিবরণ ও রয়েছে। সে বিশ্লেষণ কখনো ব্যঙ্গ- রসাত্মক, কখনো সমালোচনা, কিন্তু প্রায়সই উচ্ছসিত প্রশংসার রূপ নিয়েছে। প্রায় সব ক্ষেত্রেই ব্যক্তিগত ডাইরি আকারে লেখা বলে রচনাগুলো পাঠ্যবই –সুলভ প্রবন্ধ না হয়ে গল্গের মতো নিবেদন করা হয়েছে। একই ভাবে ঐতিহাসিক স্থানের ‘রসকষহীন’  বিষয়গুলোও পাঠকবান্ধব করার চেষ্টা করা হয়েছে।