অসময়ের নোট বই

৳ 150.00

অসময়ের নোটবই খুবই খারাপ সময়ের লেখা। সেই সময়টা শুরু হয়েছে নব্বই দশকের শুরু থেকে। আশির দশকে ক্ষমতায় আসা সামরিক সরকারের বিরুদ্ধে জনগণের লড়াই তুঙ্গে উঠেছিল। জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সমরতান্ত্রিক সরকার ও রাষ্ট্রকে গণঅভ্যুত্থানের মাধ্যমে না সরিয়ে এবং রাষ্ট্রকে না বদলিয়ে ‘সাংবিধানিক ধারাবাহিকতা’র নামে একই শাসন ও শোষণের অব্যাহত ধারা বহাল রাখা হয়। অথচ দরকার ছিল নতুন সংবিধান সভা ডাকা ও বাংলাদেশের জন্য সত্যিকারের গণতান্ত্রিক সংবিধান। তিন দলীয় জোটের রূপরেখার নামে জনগণের সঙ্গে এই বেঈমানি করা হয়। পরবর্তী ইতিহাস সকলেরই জানা। আজ আমরা যেখানে হাজির হয়েছি এবং  আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের যে দুর্দশা  তার প্রধান কারণ এই মারাত্মক ঐতিহাসিক ভুলের মধ্যেও সন্ধান করতে হবে। কবিতা নিশ্চয়ই রাজনৈতিক প্রবন্ধ নয়। তার বলবার ধরণও আলাদা।  কে না জানে দেশ ও দশের অসময়ের মধ্যে কবির নিজের ব্যক্তিগত অসময়ও কবিতায় ছায়াপাত করে।