আঁধারে আলো

৳ 125.00

যে রাষ্ট্রের মানবচরিত্রে নৈতিক অবক্ষয় যত বেশি তার সমাজদেহে নিম্নগামিতার সংকট, ব্যাধি আকারে তত বেশি প্রকট। তবু মনের জীবনের চরম দুঃসময়েরও দুঃসহ অন্ধকারই শেষ কথা নয়। দুঃখের পাশাপাশি যেমন সুখের অবস্থান, গরলের মধ্যেই যেমন সুপ্ত থাকে বিন্দু বিন্দু অমৃত তেমনি প্রগাঢ় অন্ধকারেও লুকিয়ে থাকে নির্মল জীবনের শুভ দিকেনির্দেশনা। বিশ্ব কল্যাণের মৃতসঞ্চীবনী আলো। এই বইয়ের প্রত্যেক গল্পে তাই অন্ধকার উৎসাদিত হয়ে শেষ পর্যন্ত বিচ্ছুরিত হয়েছে কল্যাণপথের স্বর্ণময় আলোক রেখা। বিচিত্র উপদেশের যৌক্তিক আবেদন তুলে ধরে জীবনের এ অন্ধকার অধ্যায় ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কিন্তু আলোর জন্য অশেষ আকুলতা সত্ত্বেও মানব সমাজের আঁধার হতে সর্বতোভাবে দূরীভূত হয় না। কেন হয় না তারই কারণগুলো উঠে এসেছে ছোটগল্পের আখ্যায়িকার ভেতর দিয়ে দশটি গল্পের সমাহারে।