আখতারুজ্জামান ইলিয়াসের ডায়েরি

৳ 275.00

ডায়েরি অন্তরালে চর্চার বিষয় । এত ফুটে থাকে একজন ব্যক্তিমানসের মানচিত্র। কিন্তু সেই মানচিত্রে প্রচ্ছন্ন থাকে একটি কাল ,একটি সমাজ। ফলে ডায়েরি একটি সামাজিক দলিলও। আর ডায়েরিটি যদি হয় কোনো নিষ্ঠাবান লেখকের তাহলে তা হয়ে উঠতে পারে লেখকের কৌতূহল ,প্রস্তুতি,নিমগ্নতা অনুধাবনের একটি সূত্র। হতে পারে সাহিত্যিক ,ঐতিহাসিক,নৃতাত্তিক গবেষণার উপাত্ত। সুতরাং নিভৃতে চর্চা করা হলেও লেখকের ডায়েরি সর্বসাধারণের পাঠের জণ্য উন্মুক্ত হলে লাভ নানা মাত্রায়। দেখতে পাই ডায়েরিগুলোর ভেতর ফুটে আছেন বর্ণাঢ্য এক ইলিয়াস।