আটকে আছি মধ্য নীলিমায়

৳ 60.00

ষাটোত্তর প্রজন্মে এসে আধুনিক কবিতা যখন নানারূপ স্খলন-পতনের শিকার হয়ে পাঠকের বিবমিষার উদ্রেক করতে শুরু করে, তখন আধুনিকতায় নিজস্ব উপাদান দিয়ে নতুন মাত্রা যোগ করে আবিদ আনোয়ার পাঠকনন্দিত হয়ে ওঠেন। শামসুর রাহমান তাঁর অন্যের মানসে বসবাস-শীর্ষক কলামে মন্তব্য করেছিলেন: আবিদ আনোয়ার-এর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কাব্যরসিকদের নজর কাড়ে…চিত্রকল্পকে প্রাধান্য দেন বলেই তাঁর কবিতা মনোগ্রাহী হয়ে ওঠে…একটি সার্থক চিত্রকল্প শত পৃষ্ঠার বর্ণনার চেয়েও বেশি বাঙ্ময় ও মূল্যবান…। এছাড়াও, বাংলা ভাষার প্রায় সব ক’জন সাহিত্যবোদ্ধা আবিদ আনোয়ার-এর রচনাকর্মকে তাঁর প্রজন্মের অত্যন্ত উল্লেখযোগ্য ফসল বলে মত দিয়েছেন বিভিন্ন মূল্যায়নধর্মী লেখায়। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন সৈয়দ আলী আহসান, শওকত ওসমান, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মোহাম্মদ মাহফুজউল্লাহ, ড. হুমায়ুন আজাদ, ড. মাহবুব সাদিক, আসীম সাহা, ড. রফিকউল্লাহ খান ও শেখর ইমতিয়াজ থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের আনিসুল হক, মোসতাফা সায়ীদ, ড. তপন বাগচী ও মামুন মুস্তাফা। তার কবিতার দ্বারা সংক্রামিত হওয়ার জন্যে দরকার অভিনিবেশী পাঠক সম্প্রদায় যারা চিত্রকল্পের শোভা ও ব্যঞ্জনা অনুধাবনে সমর্থ— ড. হুমায়ুন আজাদ-এর এই মন্তব্যকে গুরুত্ব দিয়ে আবিদ আনোয়ার শিল্পরূপের সঙ্গে কোনো আপস না-করেও ক্রমাগত প্রয়াস চালিয়েছেন যেন সব ধরনের পাঠকই তাঁর কাব্যশিল্পের মহিমা অনুধাবন করতে পারেন। বর্তমান গ্রন্থের কবিতাগুলো তাঁর সেই প্রয়াসের ফসল।