আমার যত বিত্ত প্রভু

৳ 100.00

গ্রন্থের গল্পগুলি গত পঁচিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাংলা সাপ্তাহিক ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। প্রায় সবকটি গল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছুঁয়ে আছে মুক্তিযুদ্ধের অভিজ্ঞা। বাঙালি জীবনের এই পরম প্রাপ্তি যেন চিলেকোঠার গুপ্তধন। প্রাত্যহিক জীবনে তার প্রাচুর্যের জৌলুস চোখেপড়েনা। যাঁরা যুদ্ধকরেছেন তাঁদের মধ্যে রণক্লান্ত অবহেলিত সৈনিকের অবসাদ। নতুন প্রজন্মের কাছে উৎসব উদযাপনের উপলক্ণ। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন সরকারি নিয়োগপ্রাপ্ত ঐতিহাসিকবৃন্দ। নিজেদের বীরত্ব গাথার নিপুণ বর্ণনা গ্রন্থায়ন করেছেন বিভিন্ন সেনা অধিনায়ক। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ ছিল আসলে জনযুদ্ধ। সেই অতি সাধারণ মানুষগুলির মুক্তিযুদ্ধ ও জীবন যুদ্ধ আসলে পরস্পর সম্পৃক্ত অধ্যায়। বীরত্বের ব্যঞ্জনায় এখানে বুলেট এবং অশ্রু সমান মহিমায় মহিমান্বিত। বীরের তকমা এখানে মায়ের অশ্রুসিক্ত চুম্বন, পিতার আকুল আলিঙ্গন, ভাইবোনের অহংকার। এই গল্পগুলিতে রয়েছে সেই সব সাধারণ মানুষের অসাধারণ ত্যাগের বয়ান; ইতিহাসের অসম্পূর্ণ পাতায় যার স্থান হয়নি। আমাদের যাপিত জীবনকে সম্পন্ন করেছে যে অভিজ্ঞানের বৈভব-মহাকালের বেদিমূলে এই গ্রন্থ তারই শ্রদ্ধাঞ্জলি।