আলোঝরা বনপথ

৳ 250.00

নাসের রহমান একজন কথাসাহিত্যিক। লেখালেখি অনেক আগে থেকে হলেও নব্বইয়ের দশকে ‘বনময়ূরের কান্না’ গল্পগ্রন্থের মাধ্যমে নন্দিত গল্পকার হিসেবে আত্মপ্রকাশ। নিথর নীরব অরণ্যে উপজাতীয় জীবনধারায় নগরসভ্যতার ছোঁয়ায় মূর্ত এসব গল্প। নগরজীবনের বাস্তবতার পাশাপাশি গ্রামীণ সমাজের জটিলতায় আচ্ছন্ন ভিন্ন স্বাদের গ্রন্থ ‘শব্দের চোখে জল’ ও ‘এক টুকরো রোদ’ সৃজনশীল গল্পগ্রন্থ হিসেবে সমাদৃত। সহজ-সরল কথামালার গভীরে নর-নারীর সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার অণুউপন্যাস ‘নিশীথে নীল জ্যোৎস্না’, ‘স্বপ্নকানন’, ছিন্ন মেঘের ছায়া’ সাধারণ পাঠকের হৃদয় স্পর্শ করে।

শিশু-কিশোরদের উপযোগী মননশীল গল্পগ্রন্থ ‘ফুলের গায়ে রোদের ছোঁয়া’ কিশোর-মনকে দোলা দেয়। একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল পটভূমিতে স্বপ্নের অজস্র আলো নতুন প্রজন্মকে স্বপ্নের পথ দেখায়। পাহাড় আর মাঠের সবুজ, সমুদ্র আর আকাশের নীল মিলে-মিশে অপরূপ নীল-সবুজের বৈচিত্র্যময় প্রকৃতির অপূর্ব সুন্দর কথামালার অন্তরালে সবুজ স্বপ্নমাখা ‘আলোঝরা বনপথ’।