ডরোথি জুল্লের নির্বাচিত কবিতা আল্লাহর বাদশাহি

৳ 280.00

কবি, ধর্মজ্ঞানী ও বিদ্রোহী ডরোথি জুল্লে ১৯২৯ সালে জার্মানির কোলন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালের এন্তেকাল করিয়াছেন। আমৃত্যু সাম্রাজ্যবাদ ও পারমাণবিক যুদ্ধাপরাধবিরোধী সংগ্রামে নিবেদিতপ্রাণ ছিলেন বেগম জুল্লে। একবার এক সাংবাদিক তাঁহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, ‘আপনি কি মার্কসবাদী?’ জওয়াবে তিনি পাল্টা জিজ্ঞাসিয়াছিলেন, ‘আপনে কি রোজ দাঁত মাজেন?’ ভিন্নমতের দোষে তিনি জার্মান মুল্লুকে পূর্ণ অধ্যাপক পদ লাভে ব্যর্থ হন। ১৯৭৫ হইতে ১৯৮৭ পর্যন্ত জুল্লে নয়া ইয়র্কের এয়ুনিয়ন থিয়োলজিকাল সেমিনারিতে খণ্ডকালীন অধ্যাপনা করিতেন। বিষয় ধর্মতত্ত্ব। কবিতাও তিনি কম লেখেন নাই। তাঁহার কবিতা বের্টল্ট ব্রেখট প্রবর্তিত বাম গণতান্ত্রিক ধারার শরিক। ‘আল্লাহর বাদশাহি’ বাংলা তর্জমায় ডরোথি জুল্লের কবিতার আংশিক সংগ্রহ। এই গ্রন্থে জুল্লের গোটা ষাট কবিতা লওয়া হইয়াছে। এই তর্জমার প্রথম প্রকাশ ১৯৯৮ সালে। চোদ্দ বছর পর এই দ্বিতীয় পরিমার্জিত সংস্করণ।