ইঁদুর দৌড়

View cart “যখন প্যারিসে” has been added to your cart.
View cart “ওহে নুরুল ইসলাম” has been added to your cart.

৳ 150.00

সমকালীন বাংলাদেশে সমাজের উঁচু শ্রেণিতে ওঠার যে ঊর্ধ্বশাস প্রতিযোগিতা সেখানে জড়িত কয়েকটি মানুষের জীবনের কাহিনি নিয়ে লেখা এই উপন্যাস। কাহিনির বর্ণনায় গতি রয়েছে, ঘটনার বৈচিত্য কৌতূহল উদ্দীপক, বিভিন্ন চরিত্রের আচরণ প্রায় অবিশ্বাস্য। সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি করে দেয় এই লেখা। উপন্যাসের বিষয় খুব নতুন নয়, এর  চরিত্ররাও বেশ পরিচিত। ন্যারেটিভের কুশলতায় এবং ঘটনা  বিন্যাসের অভিনবত্বে কাহিনি পাঠকের মনোযোগ আকৃষ্ট করে। একটা বিশেষ বক্তব্য প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে লেখা হলেও ‘ইঁদুর দৌড়’ নিষ্প্রাণ নয় এবং যান্ত্রিকভাবে কাহিনির বর্ণনা করেনি। এর চরিত্রেরা যে রক্ত-মাংসের মানুষ তা তাদের নিজেদের ব্যক্তিগত অনুভূতি দিয়েই প্রমাণ করে তারা। এই মানবিক বৈশিষ্ট্যের জন্যই  চরিত্ররা তাদের দোষ-ত্রুটি, অধঃপতন, অনাচার দুর্নীতি সত্ত্বেও পাঠকের শুধু মনোযোগ আকর্ষণ করে না, তাদের সহানুভূতিও দাবি করে। লেখক উপন্যাসের চরিত্র চিত্রণে এক দিকে যেমন নির্মম এবং দৃঢ় অপরদিকে তাদের দুর্বলতার জন্য দায়ী করেন সমাজব্যবস্থাকেই। তিনি অধঃপতিত চরিত্রদের শাস্তি প্রদানের চেয়ে বেশি করে আশা করেন মূল্যবোধের পরিবর্তন। সুস্থ প্রতিযোগিতার বিপক্ষে তিনি নন, যা তার কাছে গ্রহণযোগ্য নয় তা হলো ইঁদুর দৌড় যেখানে যে কোনো মূল্যেই উপরের সিঁড়িতে ওঠা অপরিহার্য হয়ে ওঠে।