ইনসাইড পলিটিকস

৳ 65.00

সব মানুষের সবকিছু একসাথে থাকে না, ঘাটতি থাকে;  মতিউর রহমান চৌধুরীও মানুষ কিন্তু তাঁর দুটো জিনিস নিয়ে সম্ভবত কোনো বিতর্ক নেই, তা হলো সাহস ও সততা। কোদালকে কোদাল, চাঁদকে চাঁদ বলার ক্ষেত্রে তাঁর কোনো দ্বিধা নেই। বন্দুকের নলকে তিনি ভয় করেন বলে ঘোষণা করলেও বন্দুকের মুখে তাঁকে অবিচল আর নির্ভীকরূপে আমি বেশ কয়েকবার আবিষ্কার করেছি। এক সময় কলাম লেখার অপরাধে মতিউর রহমান চৌধুরী ও আমাকে এরশাদ ডেকে পাঠিয়েছিলেন। আজও আমি সেই গল্প করি— কি প্রচণ্ড মর্যাদাবোধ ও সাহস নিয়ে সেদিন চৌধুরী এরশাদকে কাঁটা কাঁটা কথা শুনিয়ে দিয়েছিলেন। চাক্ষুষ না দেখলে অবিশ্বাস্য মনে হতো। বাংলাবাজার পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর আরো একটি বড় সমস্যা, তিনি মুদ্রার দুপিঠকেই দুচোখে একসঙ্গে দেখতে পান। আর এতে ক্ষমতাবা ও ক্ষমতালাভেচ্ছু দুপক্ষই বিরক্ত হন। মানসিক রক্তপাত ঘটাতে চৌধুরীর কোনো জুড়ি নেই। চৌধুরীর গদ্য স্মার্ট, তীক্ষ্ণ, গেরিলার মতো অতর্কিতে আক্রমণ করতে জানে। ভাষায় আছে রস ও সাহিত্যেবোধ। বিষয়ের বাইরেও একটি বোধ রচনাগুলোয় বিরাজ করে। ব্যক্তিগতভাবে আমি চৌধুরীকে খুবই পছন্দ করি। খানিকটা স্বভাবগত মিল বোধ হয় আমাদের মধ্যে আছে। আমি জানি, মতিউর রহমান চৌধুরী আছেন একজনই— মানবীয় নানা ঘাটতি সত্ত্বেও মানবীয় রূপে। তাঁর রাজনৈতিক অনেক বক্তব্যের সঙ্গেই আমি হয়তো তর্ক করব কিন্তু তাঁকে উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। বর্তমান গ্রন্থটি যতদূর জানি তাঁর প্রথম বই। একসাথে তাঁর অনেকগুলো লেখা পেয়ে ভালোই হলো। তর্কটা জমবে।