উত্তর পুরুষ

৳ 70.00

বড় কোমল, সরল, সহজ এদেশের মাটির প্রাণ। এই সরলান্তকরণ বাংলামাটির রূপ-যৌবন, সম্পদই হলো কাল। সিন্ধু শকুনের মতো হার্মাদ আর আরাকানি দস্যুরা ঝাঁপিয়ে পড়ল তার বুকে, লোভে উন্মাদ হয়ে ক্ষতবিক্ষত করল তাকে। তাদের নির্মম-নিষ্ঠুর অত্যাচার, অরাজকতায় জ্বালিয়ে-পুড়িয়ে খাক করে দিল উপকূলের মাটিকে। কলুষিত করে গেল এর রক্তকে। সে অত্যাচারে কত বেদনা আর হৃদয়স্পর্শী ব্যথার কান্না থমকে আছে বাতাসে। তার স্বাক্ষর কি নেই! বাঁধ না-মানা অশান্ত সাগর আরণ্যক পর্বতের পায়ে মাথা কুটে মরে আজও যে তারই প্রতিবাদে। তারাই আছে মহাকালের সাক্ষী।