উপমানব

৳ 120.00

‘বোবা ধানক্ষেতে ওড়ে শালিখ-সমাজ’ ইবনের কবিতাশক্তি এরকম যে কোনো লাইন মাত্রই পাওয়া যায়। সে ফেলনা কবি নয়। তার বয়স ১৭, আমার বয়স ৭২। এই বয়সে যে স্বাক্ষর সে রেখেছে তা আশাব্যঞ্জক। বয়সে নিতান্তই নবীন হলেও ওর কবিতার শৈল্পিক সাফল্য ঈর্ষণীয়.. আমি যখন থাকব না, তখন আজকের ইবন আমাদের সবাইকে চমকে দিয়ে অনেক বড় কবি হবে … ইবনের মনে আগুন আছে। সেই আগুন যাতে ভষ্ম হয়ে না যায়। সে জন্য আমাদের সবার যা কিছু আছে তা ‍দিয়ে সাহায্য করা উচিত। সাহায্য করা উচিত এ দেশের কবিতার জন্য…

শামসুর রাহমান দৈনিক প্রথম আলো ২০০০

যে বয়সে কিশোরের স্বরভঙ্গ ঘটে, মুখে গোঁফের রেখা জাগে, রাকিবুল হক ইবনের বয়স তারো চেয়ে কম। …এই সময়ে তার শরীরের অত্যন্ত স্পর্শকাতর জায়গায় ধরা পড়ল মারাত্মক… ক্ষত। জীবন-মৃত্যুর সীমান্ত রেখাটির গোড়ায় দাঁড়িয়ে ইবন লিখেছে এই সমস্ত প্রাণ ছুঁয়ে যাওয়া অভিমানী কাব্য। জীবনকে আঁকড়ে থাকার স্বপ্ন এবং পৃথিবীর প্রতি ভালোবাসা তার রচিত পঙক্তিমালায় সুন্দরভাবে ঝলছে উঠেছে। দাঁতে দাঁতে চেপে দুঃসহ যন্ত্রণা সহ্য করে যে কবি কিশোর বাঁচার জন্য অবিরাম লড়াই করে যাচ্ছে, আমাদের সকলের উচিত তাকে বেঁচে উঠতে সাহায্য করা।

আহমদ ছফা ২০০০

কবি হয়ে কেউ জন্ম নেয় না। কেউ কেউ কবি হয় কৃত্যগুণে। সে বড় বন্ধুর পথ। সেই পথেরই এক তরুণ অভিযাত্রী রাকিবুল হক ইবন।মৃত্যুব্যাধি… রুখতে পারেনি তার বিরামহীন সাধ। তিনি জানেন, সাধনার পথ ফাঁকিতে সম্পন্ন হয় না।… উপরন্তু, কবিতার উত্তরণেও রাকিবুল হক ইবন প্রতিভার স্পর্ধিত স্বাক্ষর রেখেছেন। আশাপ্রদ উত্তরণ ঘটছে তার কাব্য ভাষায়। আয়ুর পরিধিকে তুচ্ছ জ্ঞান করে ইবন হয়ে উঠেছেন তার সমকালীন কাব্যভুবনের শুদ্ধচরী একজন।

আবু হাসান শাহারিয়ার ২০০০

এত কম বয়সে কবিতার এমন শরীর নির্মাণ পৃথিবীর যে কোনো সাহিত্যেই র্দুলভ। খুব বেশি উদাহরণও টেনে এনে দাঁড় করানো যাবে না…। জাগরণের প্রতীক্ষায় ‘কুমারীর চুপচাপ স্তন’ এ আবিষ্কার আমার কাছে অসাধারণ ঠেকেছে। তখন এ কবির বয়স্ক মেজাজকে আর অস্বীকার করা যায় না। সিদ্দিক আহমেদ দৈনিক আজাদী ২০০১।