এই কাল এই দেশ

৳ 150.00

স্বাধীনতার মাত্র ত্রিশ-পঁয়ত্রিশ বৎসরের মাথায় বাংলাদেশের জন্য এমন একটি ক্রান্তিকাল এসে যাবে, তা আমাদের দেশের খুব কম লোকই ভেবেছিল। যাঁরা প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত নন, তাঁদের মধ্যে তো অবশ্যই কেউ ভাবেননি। সে হিসেবে নানা সংবাদপত্রের কলাম-লেখক এ জেড এম আবদুল আলী একজন ব্যতিক্রমী মানুষ। সংবিধানে ‘রাষ্ট্রধর্ম’ সংযোজনের পরিণতি এবং কিছু মানুষের আহমদিয়া-বিরোধী আন্দোলনের বিষয়টি দেখে ২০০৪ সালের জানুয়ারিতে তিনি লিখেছিলেন ‘অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম এবং বাংলাদেশ।’। তিনি একের পর এক লিখে যাচ্ছেন। কখনো হালকা চালে, কখনো হাসিঠাট্টার এবং গল্পচ্ছলে লেখেন। তাঁর সব লেখায়ই রয়েছে যেমন অনেক চিন্তার খোরাক তেমনি লেখকের বিদগ্ধ মনের পরিচয়। সাবলীল ও স্বচ্ছন্দ স্টাইলে লেখা তাঁর কলামগুলির প্রথম সংকলন এই বইটি। রচনাগুণে তা একটানা পড়ে ফেলতে পারবেন পাঠক। তবে ভুলতে পারবেন না এগুলোর মধ্যে তুলে ধরা বেশ কয়েকটি গুরুতর বিষয়ের কথা। কিছু কিছু লেখার বিষয় এই দেশ এবং কালের পরিধি ছাড়িয়ে গিয়েছে বলে আমাদের বিশ্বাস। তবে শেষ কথাটি অবশ্যই বলবেন পাঠককুল।