একটি কবিতা:এলিয়ট,রবীন্দ্রনাথ ও আরও দুজন

৳ 140.00

এলিয়ট, শোনা যায়, একসময় ঈশরবিরোধী কিছু কবিতা লিখেছিলেন। অন্তত এ কথা তো ঠিক যে, হার্ভাডে যখন প্রথম পড়তে গিয়েছিলেন, তখন ধর্ম বিষয়ে উৎসাহী ছিলেন না। পড়ে গভীর ধর্মবিশ্বাসে স্থিত হন তিনি। কী করে এমনটি ঘটলো? কেন ঘটলো? এলিয়টের ‘জার্নি অব দ্য ম্যাজাই’ তো গভীর ধর্মানুভূতির কবিতা। এ কবিতার ভিত্তিতে রবীন্দ্রনাথ লেখেন ‘তীর্থযাত্রী’, বিষ্ণু দে ‘রাজর্ষিদের যাত্রা’। কায়সার হক আবার ‘তীর্থযাত্রী’র ভিত্তিতে ইংরেজিতে লেখেন ‘পিলগ্রিম্‌স্‌’। ঐ সব লেখার মধ্যে সম্পর্ক কী?