একলা

৳ 160.00

রোমান্টিক মেজাজের একটি উপন্যাস মনে হলেও ‘একলা’ একটি সমাজনিষ্ঠ আদর্শ নিবেদিত কাহিনি আজকের প্রজন্ম সম্বন্ধে প্রচলিত যে ধারণা তা ভেঙে দিয়ে একলা চরিত্রের তরুণী তাদের আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্নের প্রতিনিধিত্ব করেছে সবল ভঙ্গিতে । ঘটনার পরম্পরায় তার এই ব্যতিক্রমী ভূমিকা হয়েছে বাস্তবমুখী এবং বিশ্বাসযোগ্য । উপন্যাসটি তরুণ প্রজন্ম সম্বন্ধে প্রচলিত ধারণা বদলে দেবে এবং আশাবাদের সঞ্চার করবে । নাগরিক জীবনের নিখুঁত চিত্র যেমন রয়েছে এই উপন্যাসে, পাশাপাশি গ্রামীণ জীবনও প্রতিফলিত হয়েছে বিশ্বস্ততার সঙ্গে। গ্রাম এবং নগর নিয়েই যে বাংলাদেশ- এ কথাই বলতে চেয়েছেন লেখক এই উপন্যাসে । ঈদ সংখ্যা প্রথম আলোতে ২০১৮ সালে প্রকাশিত হওয়ার পর উপন্যাসটি পাঠকপ্রিয় হয়েছিল এর নতুনত্বের জন্য । মিষ্টি ভঙ্গিতে বলা এই কাহিনির সরলতার সঙ্গে ব্যক্ত হয়েছে যে দৃঢ় এবং অনমনীয় দৃষ্টিভঙ্গি তা পাঠককে আকর্ষণ করেছে ব্যতিক্রমী কাহিনি হিসেবে। শুধু বিনোদন নয়, ‘একলা চিন্তা করতে বলে আত্মতৃপ্ত এবং সুখী মানুষকে।