একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা

৳ 300.00

অতীতের হাজার বছরের ইতিহাসে বিশ্বাসঘাতকতার দরুন গাঙ্গেয় বদ্বীপ এলাকায় বাঙালি জাতির ভাগ্যে শুধুমাত্র পরাজয়ের গ্লানি। আর এসব গ্লানি ও পরাজয়ের ইতিহাস দেশী ও বিদেশী ইতিহাস-বিদরা নানাভাবে লিপিবদ্ধ করে গেছেন। বাঙালি জনগােষ্ঠীর রক্তাক্ত যুদ্ধ এবং বাঙালির মন মানসিকতার সঙ্গে আমাদের বুদ্ধিজীবীর একটি শ্রেণীর যােগাযােগ কেন ছিলাে না, কিংবা থাকলেও কেমন ছিলাে তার আনুপর্বিক আলােচনা করেছেন প্রখ্যাত কলামিস্ট এম আর আখতার মুকুল।

বামপন্থী কিংবা প্রগতিশীল হিসেবে আখ্যায়িত একশ্রেণীর বুদ্ধিজীবী আন্তর্জাতিক রাজনীতিতে কম্যুনিস্ট চীনের ভূমিকার দরুন এঁদের অংশ বিশেষ আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে দ্বিধা-দ্বন্দ্ব থাকায়, তারা এই ঐতিহাসিক ঘটনা থেকে সযত্নে দূরে সরে ছিলেন কিংবা বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন । দ্বিতীয় বুদ্ধিজীবী গােষ্ঠী ছিলাে ধর্মান্ধ এবং ভয়ঙ্কর প্রতিক্রিয়াশীল । এরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কিছুতেই মেনে নিতে পারেন নি। এদের জীবনের ইতিহাস হচ্ছে স্বৈরাচার ও খুনী শাসকগােষ্ঠীর পদলেহন ও জাতির প্রতি বিশ্বাসঘাতকতার ইতিহাস। অবশিষ্ট বুদ্ধিজীবীদের প্রায় সকলেই মুক্তিযুদ্ধকালে হয় ঢাকায়, আর না হয় মুজিবনগরে অবস্থান করছিলেন। অবরুদ্ধ ঢাকা নগরীতে এসব বুদ্ধিজীবীদের এক অংশ স্ব স্ব চাকরিরত ছিলেন। মহল বিশেষের মতে স্বাধীনতাযুদ্ধের সময় এসব বুদ্ধিজীবীর পলায়নি মনােবৃত্তির বহিঃপ্রকাশ ঘটেছিলাে প্রকটভাবে। সত্যিকার ভাবে বলতে গেলে যে বিপুল সংখ্যক শ্রদ্ধাভাজন বুদ্ধিজীবী দুর্গম পথ অতিক্রম করে মুজিবনগরে গিয়েছিলেন, তাঁরা প্রবাসী সরকারের সহায়ক শক্তি হিসেবে ঐতিহাসিক অবদান রেখেছেন।

প্রাবন্ধিক মুকুল তাঁর ‘একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা গ্রন্থে নিজে তীব্র সমালােচনার মুখােমুখি হবেন জেনেও আত্মবিশ্লেষণ ও মূল্যায়নের জন্য বুদ্ধিজীবীদের সম্পর্কে অনেকগুলাে প্রশ্ন উত্থাপন করেছেন। দার্শনিক বিশ্লেষণের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন এদেশের বুদ্ধিজীবীগণ অপাঙতেয় ও জীর্ণ পুরাতন এবং চৈত্রের ঝরাপাতার মতাে । আসলে এঁরাই হচ্ছেন প্রতিক্রিয়ার ছদ্মবেশী প্রতীক। মুক্তিযুদ্ধ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব, যুদ্ধকালীন প্রবাসী সরকার, স্বাধীন বাংলা বেতারকেন্দ্র, জাতীয়তাবাদ বির্তক এবং কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তাৎপর্যময়, নৃতন আঙ্গিকে বিশ্লেষণ ও তথ্যসমৃদ্ধ এ প্রবন্ধ গ্রন্থটি আপনাকে দেবে একই সাথে যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ সম্পর্কে একটি অভিনব ব্যতিক্রম ধারণা-যা আপনাকে নিঃসন্দেহে ঋদ্ধ করবে।