একুশের নির্বাচিত প্রবন্ধ

৳ 700.00

মহান ভাষা-আন্দোলন বাঙালি জাতির এমন এক বিদ্রোহের নাম, যে-বিদ্রোহের ফলে বাঙালির মুখের ভাষা বাংলা’ রাষ্ট্রভাষার স্বীকৃতি অর্জন করতে সমর্থ হয়। তৎকালীন পশ্চিম পাকিস্তানি  শোষকচক্র ষড়যন্ত্র করে বাঙালির মুখের ভাষা কেড়ে নিয়ে ‘উর্দু চাপিয়ে দিতে চাইলে শুরু হয় ভাষা-আন্দোলনের প্রেক্ষাপট। বাংলার দামাল ছেলেরা ‘উর্দু ভাষার বিরোধিতা করে রাজপথে নেমে পড়ে, বাংলা মায়ের দামাল ছেলেদের সেই প্রতিবাদী মিছিলকে বাংলা ভূ-ভাগের সকল মানুষ সমর্থন জানায় । ভাষা-আন্দোলন রূপ নেয়। মহাবিদ্রোহে । বাংলাদেশের প্রতিটি গ্রামে। আন্দোলনের ছোঁয়া লাগে। রাজপথ তখন। ছাত্র-জনতার মিছিলে প্রকম্পিত হতে থাকে, ষড়যন্ত্রকারী পশ্চিম পাকিস্তানি সরকার নির্বিচারে | গুলি চালায় নিরীহ বাঙালির ওপর । কালো রাজপথ রঞ্জিত হয় বীরবাঙালির বুকের রক্তে ।। রাষ্ট্রভাষা-আন্দোলন ১৯৪৮ সালে শুরু হয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত রূপ নেয়। দীর্ঘ চার বছরের সংগ্রামের পর অবশেষে বাংলা ভাষা পাকিস্তানের অন্যতর রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। সার্থক হয় বাঙালির ভাষা-আন্দোলনের। লড়াই । আবেগমথিত অমর একুশকে নিয়ে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিচ্ছিন্নভাবে কিছু কাজ হলেও সেই কাজগুলো বেশির ভাগই মানসম্মত নয় । ১৯৫৩ সালে বরেণ্য কবি হাসান হাফিজুর রহমান অপরিসীম শ্রম ও মানসম্মত লেখা দিয়ে একুশে ফেব্রুয়ারী’ শিরোনামে যে অসামান্য সংকলন প্রকাশ করেছিলেন, সেই মানের সংকলন বাংলাদেশে এখনও বিরল । সেই উপলব্ধি থেকেই ‘একুশের নির্বাচিত প্রবন্ধ’ শিরোনামের এই প্রবন্ধগ্রন্থ সংকলনের দুঃসাহসী প্রচেষ্টা। দীর্ঘদিন। ধরে এমন একটি প্রয়োজনীয় গ্রন্থের অভাব ছিল বাংলাদেশে। এই গ্রন্থের মাধ্যমে সেই অভাব | কিছুটা হলেও পূরণ হবে।