একুশ শতকের সিঁড়িতে বাংলাদেশ

৳ 350.00

বিংশ শতাব্দীর শেষ অধ্যায়ের মহান অর্জন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। বাংলাদেশের অভুদ্যয়ের জন্য রক্তাক্ত মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠার। শতাব্দীর শেষ অধ্যায়ের সবচেয়ে মর্মান্তিক, হৃদয়বিদারক, নৃশংস হত্যাকাণ্ডর মাধ্যমে সপরিবারে বঙ্গবন্ধুকে তাঁর স্বাধীন বাংলাদেশ থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়। এ দেশে সৃষ্টি হয় এক রক্তাক্ত সিঁড়িতে বিংশ শতাব্দী থেকে বাংলাদেশের একুশ শতাব্দী। দুই শতাব্দীর যুগসন্ধিক্ষণের বছরগুলোতে দেশবাসীর স্বপ্ন, আশা, সংগ্রাম, আন্দোলন, রাজনীতি, অর্থনীতির ওপর লিখিত নানা ঘটনার কথা বলার চেষ্টা করা হয়েছে বইটিতে। নতুন শতাব্দীর উত্তরণে কালের সিঁড়িতে যে আশাভঙ্গ, ব্যর্থতা, মিলিনিয়াম ডেভেলপমেন্টের লক্ষ্য MDG অর্জনে ব্যর্থ হয়। অর্থনীতিতে, বাজেটে নতুন পরিবর্তন, দারিদ্র্য বিমোচনের নামে নতুন অর্থনৈতিক ধারার প্রবর্তন প্রভৃতি বিষয়েও এই গ্রন্থে আলোকপাত করা হয়েছে।