কবিতাসংগ্রহ

৳ 500.00

নন্দিত কথাশিল্পী আজিজুর রহমান আজিজ  একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, শিশুসাহিত্যিক ও গীতিকার হিসেবেও একজন পাঠকপ্রিয় সব্যসাচী লেখক। মুক্তিযুদ্ধের চেতনা-লালিত কথামালা, জীবনের সহজাত অনুভূতিপ্রবণ অভিজ্ঞান, শ্রেণি বৈষম্যের মনাত্ত্বিক দ্বন্দ্ব- সবকিছু মিলিয়ে সাহিত্য তাঁর সমাজমনতা তাঁকে অনন্য করে তুলেছে। সাহিত্যে কবিতার ক্ষেত্রেই রয়েছে তাঁর সাবলীল চারণ, মনোনিবেশ ও আগ্রহ। তিনি বলেন, জীবনেরে খণ্ড খণ্ড করি –সেই খন্ডিত জীবনের ধাপে ধাপে এই কবিতা এবং কাব্যগ্রন্থগুলো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিবেশে বহমান। চিন্তার উথাল-পাথাল তরঙ্গের অভিঘাতে কখনও নিষ্পেষিত, কখনও উজ্জীবিত, কখনও নিমগ্ন, ধ্যানন্থ মৌনতার ভিতর গড়ে উঠেছে।  খণ্ড খণ্ড জীবনকে খণ্ডিত জীবনপ্রবাহকে সুতোয় গাঁথার সে অতৃপ্ত বাসনাকে পূর্ণতা দিতে গিয়ে কবিতাগুলোকে আমি ফুল হিসেবে বেছে নিয়েছি। হয়তো গন্ধহীন ফুল, তবুও ফুল তো ফুলই।  আজিজুর রহমান আজিজ-এর কাব্য গ্রন্থসমূহ থেকে নির্বাচিত এই কবিতাসংগ্রহ-এর ফুলেল কবিতাগুলো পাঠ করে সুপ্রিয় পাঠক খুঁজে পাবেন দরদি কথাশিল্পী এক বাঙালি কবিকে; অনুভব করবেন সম-অনুভবের একটুকু সুখ, এক চিলতে দুঃখকে; আপ্লুত হবেন অনিবনীয় আনন্দে।