কম্পিউটার কথকতা

৳ 180.00

মোস্তাফা জব্বার বংলাদেশে কম্পিউটার প্রচলনের সূচনাটি ১৯৬৪ সালে হলেও একে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় উদ্যেগে নেওয়া হতে থাকে ১৯৮৭ সালে কম্পিউটারে বাংলা ভাষা প্রচলনের পর। সেই থেকে শুরু করে কম্পিউটারের সকল বিষয়েই ভালো-মন্দ নিয়ে মোস্তাফা জব্বারের নিজস্ব মতামত রয়েছে। প্রায় দেড় যুগ ধরে দেশের কম্পিউটারের আন্দোলন ও নীতিনির্ধারণে বলিষ্ঠভাবে অংশগ্রণ কারী মোস্তাফা জব্বার লিখেছেন এদেশে কম্পিউটারকে শুল্কমুক্ত করা, ভিওআইপি বৈধ করা, কম্পিউটার প্রশিক্ষণ, সফটওয়্যার রপ্তানি ইত্যাদি বিষয়ে। মোস্তাফা জব্বারের ১৮ বছরের রচনাবলি থেকে বাছাই করা সেরা লেখাগুলো গ্রন্থিত হয়েছে এই বইতে।