কাব্যবিচিত্রা

৳ 300.00

বাংলা কাব্যক্ষেত্রে মযহারুল ইসলামের আত্মপ্রকাশ ঘটে পঞ্চাশ দশকের সূচনায়। শুরু থেকেই দেশ ও কাল সচেতন মযহারুল ইসলাম চিরন্তর আত্ম আবিষ্কারে মগ্ন। সকালকে ছুঁয়ে উন্মীলিত হয় তাঁর কালাতিক্রমণ প্রত্যাশী অনুভব। দেশের দ্বন্দ্ব জটিল পরিবেশে তিনি ক্ষুব্ধ, আন্দোলিত,  প্রতিবাদী ও প্রত্যয়ী। চেতনালোকে তিনি আন্তর্জাতিক। ভাষা আন্দোলনে অনুপ্রাণিত কবি মুক্তিযুদ্ধে যোগ দিয়ে খুঁজে পান বাঙালির প্রাণ প্রবাহের ধারা। মযহারুল ইসলাম তাঁর নিজস্ব গতিপথ নির্মাণে শক্তির অধিকারী। রাজনীতি সচেতন এই কবি অনেক কবিতায় বিদ্রোহী চেতনার বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁর প্রকাশরীতি ভাষা ও ছন্দে এক শাক্তিশালী স্বাচ্ছন্দ্য এসেছে। মযহারুল ইসলামের কবিমানসের এই উত্তরণ প্রয়াসী অভিযাত্রা আত্ম আবিষ্কারের পথ বেয়েই বহমান। তাঁর কাল সচেতন বলিষ্ঠ উচ্চারণ তাঁর কবিতাকে বাংলা কবিতার ক্ষেত্রে এক বিশেষ মাত্রা ও মর্যাদা দান করেছে। পঞ্চাশের দশকে যাত্রা শুরু করে নব্বইয়ের দশকেও কবির জীবন সচেতন মন যে এখনও সৃষ্টিকর্মে বলিষ্ঠ রয়েছে এই সত্যটি তাঁর শেষ কাব্যগ্রন্থেও ভাস্বর। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি একজন অক্লান্ত যাত্রী। তাঁর এই যাত্রা আধুনিক বাংলা কবিতাকে ঋদ্ধ করেছে। মযহারুল ইসলামের কবিজীবন পঁয়তাল্লিশ বৎসরের অধিক কাল ব্যাপ্ত। তাঁর কবিতা সমগ্রের উৎসুক পাঠক এ গ্রন্থের মধ্য দিয়ে উপলব্ধি করবেন তাঁর কবি মানেসের উৎকর্ষ ও সাফল্যসমূহ।