কিবরিয়া স্মারক বক্তৃতা

৳ 250.00

শাহ আবু মোহাম্মদ শামসুল কিবরিয়াÑ সব অর্থেই একজন সফল মানুষ। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। চাকরি জীবনে ও কূটনীতিক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। চাকরি থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই সাফল্যের শীর্ষে আহরণ করেছেন। বাঙালির জীবনে দুটি অনন্য সাধারণ ঘটনা মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ— দুটিতেই শাহ এ এম এস কিবরিয়া অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। অসামান্য প্রতিভার অধিকারী এই মানুষটি ছিলেন আপাদমস্তক বাঙালি। যুক্তি ও তথ্যনির্ভর লেখালেখির জন্য তিনি মননশীল পাঠকদের দৃষ্টি কেড়েছেন। রবীন্দ্র অনুরাগী, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনায় বিশ্বাসী সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর শামস কিবরিয়ার জীবন ও কর্ম সম্পর্কে নানা দিক থেকেই হতে পারে দীর্ঘ আলোচনা। স্বাভাবিক মৃত্যু হয়নি তাঁর। সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির গ্রেনেড হামলায় তাঁর নৃশংস হত্যাকাণ্ডে শোক- স্তম্ভিত হয়েছিল গোটা জাতি। অথচ ঘাতকদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাদের দায়িত্ব ছিল, তারা তাদের দায়িত্ব পালনে অমার্জনীয় ব্যর্থতা দেখিয়েছে। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ কিবরিয়ার হাতে গড়া একটি ব্যতিক্রমী গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গবেষণা প্রতিষ্ঠান প্রতিবছর স্মারক বক্তৃতা আয়োজন করছে। সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, কূটনীতি, শিক্ষা-সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা এই স্মারক বক্তৃতা করেছেন। এই স্মারক বক্তৃতাগুলো নিয়ে প্রকাশিত বর্তমান গ্রন্থটি কেবল কিবরিয়ার ব্যক্তিগত জীবন কাহিনি নয়; এই সংকলিত গ্রন্থে একদিকে যেমন শাহ এ এম এস কিবরিয়ার জীবনের নানাদিক ফুটে উঠেছে, অন্যদিকে তেমনি বাংলাদেশের সমকালীন সমাজ বাস্তবতার একটি চিত্রও পরিস্ফুট হয়েছে। কিবরিয়ার কীর্তির কথা জেনে পাঠক যেমন আলোড়িত হবেন, তেমনি আমাদের জাতীয় জীবনের বিশেষ বিশেষ সংকট ও সম্ভাবনার কথা জেনেও আন্দোলিত-আলোড়িত হবেন।