কেঁচো

৳ 90.00

ভূমিহীন মানুষের চিরন্তন স্বপ্ন এক টুকরো জমি। ‘দুইবিঘা জমি’র উপেন থেকে শুরু করে এই উপন্যাসের করিমুল্লা -এর সবাই ভূস্বত্বহীন শোষিত, বঞ্চিত, নিঃস্ব মানুষের প্রতিনিধি, যারা ভূমি আকঁড়ে ধরেও বেঁচে থাকার স্বপ্ন দেখে। আর এদেরে এই স্বপ্ন অলীক নয়, জয়ীও হয়, আবার হারায়। কেঁচো’ উপন্যাস পেয়ে হারানোর বেদনা একটি বিশেষ জনপদের ভূমিহীন কৃষকের মনোলোকের দ্বার আমাদের সামনে উন্মোচিত করে দেয়। বায়বীয় কষ্টকল্পনা নয়, নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার মিশেলে নূরুদ্দিন জাহাঙ্গীরের কলম ভূমিহীন জনগোষ্ঠীর জীবনযাত্রার বিশ্বস্ত প্রতীক। আমাদের সাহিত্যে সংগ্রামী মানুষের জীবনধারার পরিচয় উন্মোচন নতুন নয়। কিন্তু ভূমির জন্য ভূমিহীন বর্গাচাষির আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক ক্ষমতার ছত্রচ্ছায়ায় মধ্যস্বত্বভোগীদের দাপট, ভূমি অফিসের অলিগলি, কৃষক-মহাজনের শ্রেণিদ্বন্দ্ব, অনাগত সন্তানের সমান্তরালে সোনালিশস্যের হাতছানি আর অধিকার কেড়ে নেওয়ার সংকটে সংগ্রামরত বহুমাত্রিক জীবনকে পরিমিত অথচ শৈল্পিক সুষমায় তুলে ধরতে পারার কৃতিত্ব খুব কম লেখকের মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। ‘কেঁচো’ এই পাঠকদের এই আস্বাদ যেমন দিতে পারে, তেমনি স্থানিক বুলির সার্থক প্রয়োগের কারণেও আমাদের সাহিত্যে এই উপন্যাস স্মরণীয় সংযোজন বিবেচিত হতে পারে।