কেউ হয়তো আমাকে থামতে বলবে

View cart “বঙ্গবন্ধু বাংলাদেশ” has been added to your cart.
View cart “বর্ণ বর্ধিত হোক ও বিদ্রোহ” has been added to your cart.

৳ 200.00

বাংলার পানছড়ি, দিঘিনালা, মাঝরাত, কালোরাত, প্রতীমা, গির্জা, ঘণ্টাধ্বনি, অগাস্টিন, নিশিতা, রঙিন খোঁপা, বেহায়া ফড়িং, একাকী ওড়াউড়ি, মাঠ, রমেশ আর অপর্ণাদিরা ভরে থাকে যার কবিতায়, তিনি সমকালীন বাংলা কবিতার দক্ষ ও শক্তিশালী কবি শামস আল মমীন। যিনি সাম্প্রতিক সময়ে লিখলেন- মা, পৃথিবী আমাকে উনিশ বছর ভালোবেসেছে/ আমি তার উষ্ণ ছোঁয়ায় মুগ্ধ ছিলাম/ তোমার সুরে শাহনামা/ আর গালিবের দরদী গজল শুনতে শুনতে কখন যে/ ফুটে উঠেছি গুলবাগে;/ কখন যে শরমে লুকাতে শিখেছি মুখ,/ কোনোদিন বুঝতে পারিনি এবং লিখেছেন– আমাদের কোনো বাগান ছিল না। বাড়ির সামনে/বিষণ্ণ যে ক্ষেতটুকু…সেও/ তৃষ্ণায় তাকিয়ে থাকে ভাঙা বাড়িটার দিকে/ পথে পথে কারা যেন ফেলে রাখে ব্যথিত বকুল/ আমি বারবার/ এখানে এসেই ঝরে পড়ি/ এখানে এলেই উঁকি দিয়ে যায় শীতল বাতাস’। অথবা যদি তাঁর এই কয়েকটি চরণ তুলে ধরি: পুরনো কথায় আমরা বিশ্বাস অশ্বত্থের/ শেকড়ের মতো শক্ত ছিল না কোনো কালেই/ তবু সবকিছু থেমে যায়। মাঝে মাঝে/ ভাবি, সমুদ্রের জল যদি শুনত আমার কথা…/ মানুষের কথা শুনলে ফুলেরা কি তাদের সুবাস হারাত?/ এ-তো বাড়ির দেয়াল নয়, চাইলেই রঙ বদলাবে/ চিরকাল যে সন্ন্যাসী… ঘর দেখে কখনো কি সাধ হয়/ তার ঘরে ফিরে যেতে? অন্তরে যে গাঁথা,/ ঘুমেও সে জেগে থাকে। কেউ হয়তো আমাকে/ থামতে বলবে… আমার প্রত্যাশা ছিল এ রকমই। এরকমই আধুনিক পঙক্তিমালা, ভাবনার পান্থশালা আর শব্দগুচ্ছের প্রজাপতি পাখায় কবি শামস আল মমীন নির্মাণ করেছেন তাঁর নতুন কাব্যগ্রন্থ- কেউ হয়তো আমাকে থামতে বলবে। এই নতুন কাব্যগ্রন্থের মুগ্ধতায় আমি আচ্ছাদিত হয়ে আছি। তাঁর পূর্ব প্রকাশিত কাব্যগ্রন্থেরও আমি একজন নিবেদিত পাঠক। তাঁর নতুন এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হলে কাব্যপ্রেমী পাঠকরা আমার সঙ্গে একমত হবেন যে, কবি শামস আল মমীন বাংলা কবিতার নতুন বাঁক নির্মাণে ব্যস্ত।

শিহাব  শাহরিয়ার