কোথায় আছি কেমন আছি

৳ 100.00

আয়াত আলী পাটওয়ারী উপন্যাসে যেমন বহুমাত্রিক জীবীনধর্মী স্বতন্ত্র বৈশিষ্ট্যে শিল্পরূপ সৃষ্টি করেছেন, তেমনি কবিতাও তাঁর ব্যত্যয় ঘটেনি। তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা যদিও কম, তদুপরি তাঁর কবিতায় যেভাবে স্বাধীনতা ও গণমুক্তির কথা, স্বদেশিকতা, দেশপ্রেম, মানবিকতা রূপায়িত হয়েছে, এমনটা খুবই বিরল অনেকের ক্ষেত্রে। সত্তর দশকেই তাঁর লেখালেখি শুরু হলেও কবিতায় ছিল মন্থর গতি। উপন্যাস, নাটক ও চলচ্চিত্র প্রায় এক যুগ তাঁকে বিভোর করে রেখেছিল। কিন্তু সাম্প্রতিককালে কবিতার জন্য তিনি নিবেদিত প্রাণ। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সর্বশ্রেষ্ঠ বাঙালি’ প্রকাশিত হওয়ার পরই তাঁর কবি খ্যাতি ছড়িয়ে পড়ে দেশময়, দেশের বাইরেও।

অবিশ্বাস্য হলেও সত্য ঐ কাব্যগ্রন্থটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দেশবরেণ্য লেখক ও মণীষী জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী প্রকাশনা উৎসবে মন্তব্য করেছিলেন ‘বহুমুখী প্রতিভার অধিকারী আয়াত আলী পাটওয়ারী কবিতায় এপিক চরিত্র আনার চেষ্টা করেছেন। কয়েকটি খুব সন্দর কবিতা আছে। তাঁর কবিতায় গীতিকাব্যিক স্যষমা ধরা পড়ে’। আর কবি নাসির আহমেদ- এর মন্তব্য ছিল— ‘আয়াত আলী পাটওয়ারী একজন সময়দর্শী কবি’। ‘কোথায় আছি কেমন আছি’ কাব্যগ্রন্থটিও আয়াত আলী পাটওয়ারীর আরেকটি সময়ের দর্পণরূপী কাব্যগ্রন্থ। দুর্বোধ্যতা পরিহারকৃত সৃজনশীলতা শৈল্পিক দ্যুতি ছড়ায় তাঁর প্রায় প্রতিটি কবিতায়। রাজপথের জাগরণের কবিতাসমৃদ্ধ রাজনৈতিক কবিতাই নয় শুধু, বহুমাত্রিক ধারার কবিতার সমাহার ঘটিয়েছেন কবি এই কাব্যগ্রন্থে। কবিতা ও কাব্যগ্রন্থ পাঠকপ্রিয়তা পায় না কথাটা আয়াত আলী পাটওয়ারীর কবিতা ও কাব্যগ্রন্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইতোমধ্যেই তা প্রমাণিত। বিশেষভাবে উল্লেখযোগ্য- এই কাব্যগ্রন্থের কবিতাসমূহ ২০০৪-এর শেষ দিক থেকে ২০০৬-এর রচনা হতে সংকলিত।