চলচ্চিত্র নানা প্রসঙ্গ

৳ 90.00

চলচ্চিত্রের নান্দনিক মূল্যবোধ গড়ে উঠতে পারে চলচ্চিত্র বিষয়ে পড়া, চলচ্চিত্র দেখা এবং চলচ্চিত্র নির্মাণচেষ্টার মধ্য দিয়ে। এ পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র : নানা প্রসঙ্গ বইটি বিশেষ ভূমিকা রাখতে পারে। লেখক তাঁর বহুদিনের অভিজ্ঞতা এবং দেশ-বিদেশে অধ্যয়নের সুবাদে চলচ্চিত্র বিষয়ে মনোযোগী পাঠক ও কর্মী গড়ে তোলার প্রত্যাশায় রচনা করেছেন বিশিষ্ট চলচ্চিত্রের শিল্প ও দর্শন, চলচ্চিত্রে ভূমিকা ও আন্দোলন, চলচ্চিত্রত্রের নির্মানশৈলী বিষয়ক বহুবিধ মাত্রায় বিশ্লেষণাত্মক প্রবন্ধগুলি। কবীর আনোয়ার পুরো নাম সৈয়দ কবীর আনোয়ার। জ্ন্ম :পয়লা জানুয়ারি, ১৯৫০। শৈশব ও কৈশোর কেটেছে বরিশাল শহরে। পরে ঢাকার আরমানিটোলা সরকারি হাইস্কুল থেকে প্রবেশিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান স্নাতক (১৯৭০)। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হলে বাংলা একাডেমির অর্থায়নে পোস্টার এবং পারাপার নাট্যগোষ্ঠীর প্রযোজনায় জনে জনে জনতা ও তারপর হবে ইতিহাস নাট্যত্রয়ের রচনা, নিদের্শনা ও মঞ্চায়নের অভিজ্ঞতা। শ্লোগান ও সুপ্রভাত সহ সাতটি পূর্ণদৈঘ্য চলচ্চিত্র নির্মাণের খ্যাতিমান চলচ্চিত্রকার। টেলিভিশন নাটক ও ধারাবাহিক নাটক রচনা, নির্দেশনা ও প্রযোজনায় যশ লাভ। চলমান রাজনৈতিক ও চলিচ্চিত্র বিষয়ের নিবন্ধকার। প্যারিসে (১৯৮৪-৮৫) এসেক-এ আন্তর্জাতিক চলচ্চিত্র কোর্স নিয়ে অধ্যয়ন। ফ্রান্সের ভিসিতে ক্লারমোফেরা বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষায় ডিপ্লোমা। সঁক্লোদের এল. এত. সে.-তে চলচ্চিত্র ল্যাবরেটরির কোর্স গ্রহণ এবং প্যারিসে ‘সাম্যুয়েলসন অলগা’য় চলচ্চিত্র সরঞ্জামের ওপর হাতেকলমে শিক্ষালাভ। ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকমন্ডলীর সদস্য। বাংলাদেশ ফিল্ম আরকাইভ-এর বিশেষজ্ঞ কমিটি এবং নজরুল ইন্সটিটিউটে কবি কাজী নজরুল ইসলামের চলচ্চিত্র নির্মাণ উপকমিটির সদস্য। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চলচ্চিত্র সেন্সর নীতিমালা প্রণয়ন কমিটির সাবেক সদস্য। শাশ্বত চলচ্চিত্র সংসদের সাবেক সভাপতি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সক্রিয় সদস্য। বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা পম্পাদক। রণেশ দাশগুপ্ত লেখক- সাংবাদিক জাতীয় কমিটির আহ্বায়ক। মাসিক সমকাল-এর সাবেক পরিচালক। ভ্রমণ : নয়াদিল্লিতে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ। লন্ডন চলচ্চিত্র উৎসবে (১৯৮২) যোগদান। ফ্রান্সের নান্ত-এ অনুষ্ঠিত তিন মহাদেশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান (১৯৮৪)। বাংলাদেশ শিল্পী প্রতিনিধি দলের সদস্য হিসাবে মস্কো সফর (১৯৭৪)। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান (১৯৯৬)। হলিউড-এর প্রযোজকের আমন্ত্রণে নিউইয়র্ক, শিকাগো ও লস্ এঞ্জেলস সফর (১৯৮২)।