জাতিসংঘ

৳ 1,000.00

জাতিসংঘ একটি বিশাল ব্যাপার। হিমালয়ের সামনে গিয়ে দাঁড়ালে তাই যেমনি এর পরিমাণ পরিমাপ করা যায় না-কেবল এর বিরাটত্বে, বিশালত্বে বিস্মিত হতে হয়-এই গ্রন্থের হয়েছে। বিকাশের ধারাবাহিকতা অনেকাংশে সজ্ঞানে রেখে চলা হলেও উল্লিখিত বিষয়বস্তুগুলো কেবলি রূপরেখা সমতুল্য, পূর্ণাঙ্গ বিষয়ের মাপকাঠিতে সমুদ্রে বারিবিন্দুবৎ। সার্বিক অবয়বে জাতিসংঘের পূর্ণাঙ্গ কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ আলেখ্য তুলে ধরা একটি অতীব দুরূহ কাজ। অস্বীকার করার উপায় নেই, যতই দিন যাচ্ছে-জাতিসংঘ বিশ্ব-মানবগোষ্ঠীর একটি প্রতিভূতে পরিণত হচ্ছে। সেই প্রতিভূ আরো বিকশিত হবে, সত্য হবে, সুন্দর হবে-বিশ্ব-মানবগোষ্ঠীর এটাই কামনা। অন্যদিকে জাতিসংঘ ও বিশ্ববাসীর সামনে-বিশেষ করে বঞ্চিত মানবতার জন্য এই রোডম্যাপই তুলে ধরছে। জাতিসংঘের এই বিশেষ ভূমিকার রূপায়ণ এই গ্রন্থের মূল উপজীব্য। জাতিসংঘের ব্যর্থতা মানবিক ব্যর্থতারই পরিচায়ক, যেমনি জাতিসংঘের সাফল্য মানবিক সাফল্যের সাক্ষ্যবহ। সেই সাফল্যের দিকে জাতিসংঘের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য-এর চলার পক্ষে যতই বাধার পাহাড় রচনা করা হোক-না কেন। মানুষ মানুষের মুক্তিকে অবশ্য অব্যশ্যম্ভাবী করে তুলবে।