জিজ্ঞাসা ও অন্বেষা

৳ 225.00

কেবল দশন- বিজ্ঞান নয়, সাহিত্যও চিত্তলোকের জিজ্ঞাসার ও অন্বেষা পরোক্ষেও প্রকাশ না পেলে, সে-সাহিত্য অকেজো বলেই অপ্রয়োজনীয়। মানুষের জিজ্ঞাসা, শাস্ত্রিক সত্যে অনাস্থা মানুষের মনে নতুন নতুন অন্বেষা জাগিয়েছে। আজ তাই বিশ্বের উদ্ভবতত্ত্ব বিগব্যাঙ, ব্ল্যাকহোল, স্রষ্টার অনস্তিত্ব প্রভৃতি হচ্ছে আলোচনার ও গবেষণার বিষয়। এ অন্বেষা মানুষকে শিগগির আরো অনেক অভাবিত সত্যের প্রমাণিত রূপ দেখাতে পারবে। দেশ-কাল-জীবনের প্রয়োজন ও দাবি কেউ অস্বীকার করতে পারে না। মানুষের জিজ্ঞাসা ও অন্বেষা চিরকাল চলতে থাকবে, তাতে বদলাবে শাস্ত্র, সমাজ, সংস্কৃতি, সৌন্দর্যবুদ্ধি, ইতিহাসচেতনা, দার্শনি চিন্তা, সাহিত্যশিল্প, নীতি-নিয়ম, প্রথা-পদ্ধাত, মানবিকতা ও মনুষ্যত্ব সম্বন্ধে ধারণা। আবিস্কৃত হবে বিজ্ঞানের বিস্ময়কর সব তত্ত্ব। প্রত্মতাত্ত্বিকের মতো, নৃবিজ্ঞানীর মতো মানুষ নতুন করে জানবে বুঝবে বিশ্বাব্যবস্থা। জিজ্ঞাসা ও অন্বেষাই মানুষকে মনে –মগজে –মননে-মনীষায় আবিস্কারে –উদ্ভাবনে অনন্য অসামান্য যান্ত্রিক কাঠামো নির্ভরতায় অধীশ্বর করে তুলবে মর্ত্যজীবনের।