জীবন ও মানুষ ব্যাংক ও ব্যাংকিং

৳ 400.00

জীবন ও মানুষ, ব্যাংক ও ব্যাংকিং গ্রন্থের রচয়িতা জনাব রবিউল হোসেন একজন আজীবন সংগ্রামী ব্যাংকার। Sense of Belonging নিয়ে কাজ শেখার এবং করার প্রতিজ্ঞায় অবিচল থেকে মনে প্রাণে কাজ করে তিনি ব্যাংকিং কার্যক্রমের ওপর বিস্তর অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে এ অঙ্গনে সুপরিচিতি লাভ করেন। এ অভিজ্ঞতা অনুজদের শেখানোর জন্য উদগ্র বাসনা নিয়ে তিনি বর্তমানে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে চলেছেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে।

কাজকে সারা জীবন তিনি নিয়েছেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। তিনি তাঁর উদ্ভাবনী শক্তিকে অভিজ্ঞতার সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে স্বদেশের প্রশিক্ষণের সনাতন পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে এ ব্যাংকের সর্বস্তরের ট্রেনিংকে সময়োপযোগী করে অবিচলভাবে এগিয়ে নেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন নতুন ধারায়।

এ বইয়ের প্রণেতা রবিউল হোসেন ১৯৪৫ সালের ১ জুলাই চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন হোগলডাঙ্গা গ্রামের এক সম্ভ্রন্ত ও মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে  ওগ্রামের প্রাইমারি স্কুল শেষ করে ১৯৬১ সালে গোকুলখালি হাইস্কুল থেকে মাধ্যমিক অর্থাৎ মেট্রিক পাস করেন। এরপর ১৯৬১ হতে ১৯৬৪ পর্যন্ত সময়ে নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি লাভ করেন। অবশেষে তিনি ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে তদানীন্তন ইউনাইটেড ব্যাংকে চাকরিতে যোগদান করে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (IBB) হতে ব্যাংকিং ডিপ্লোমা পাস করার সাথে সাথে IBB- ডিপ্লোমা পরীক্ষার Foreign Exchange & Foreign Trade  বিষয়ে পরীক্ষক নিযুক্ত হন।