জয়দেব বসুর কবিতা

৳ 100.00

কবি হিসেবে জয়দেব বসুর উত্থান ও উন্মেষের কাল বেশি দিনের নয়। মাত্র আড়াই দশকের মধ্যে বাংলা কাব্য জগতে তার সিদ্ধিকে অলোকসামান্য বললেও কমেই বলা হয়। নিজের জন্ম কলকাতায় হলেও পিতৃমাতৃ সূত্রে পূর্ব বাংলা অধুনা বাংলাদেশের পলিমাটি গভীরে তার মূল শিকড়েরপরিব্যাপ্তি। প্রাণ সঞ্জীবনী এই নাড়ির বন্ধনকে কি করেই বা অস্বীকার করবেন। সুবিশাল বাংলা সাহিত্যে আনুপূর্বিকতায় তার আত্মানুসন্ধান গভীরতাসঞ্চারী না হলে কি করে হেলায় শব্দ এবং ভাষাকে অমন চুলচেরা হিসেব নিকেশ, ছেঁড়া-খোঁড়া, তছনছ, মাপজোক, ভাঙাচোরা, পরীক্ষানিরীক্ষা, দোমড়ানো মোচড়ানো সম্ভব হত জানা নেই। এছাড়া প্রবাদ প্রবচনের সুপ্রযুক্ত ব্যবহারে, আত্মজৈবনিক, স্বীকারোক্তিমূলক সমস্ত রচনায় সমাজনীতি থেকে রাজনীতি সব কিছুকে ব্যবচ্ছেদ করার সাহসও কম কথা নয়। জয়দেব এইই সঙ্গে জনগণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক চিন্তাচেতনার মাধ্যমে তার কবিতায় এক সম্পূর্ণ নতুন তীব্র, তীক্ষ্ন, সংরক্ত শ্লেষে নিজস্ব মোহরাঙ্কিত করে তুলতে সক্ষম হয়েছেন অনায়াস দক্ষতায়। যা কবিতানুরাগী মাত্র্রেরই সংশার্হ অর্জনে দ্বিতীয়রহিত। একশ বারো পৃষ্ঠার ভিতর তার কবিতার নিবিড় রসাম্বদনই জয়দেবের কাব্যরহস্যের যাবতীয় যা কিছু। সেই সঙ্গে তার অন্যান্য লেখার প্রতিও পাঠককে মনোযোগী ও আকৃষ্ট করে তুলতে সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস।