দূরসম্পর্কের কবিতা

৳ 150.00

কবিতা দ্বৈতাদ্বৈতবাদ-নির্ভর। কবিতা শিল্পের ভেদরেখা মানে না। কবিতা কালের সীমারেখা জানে না। তাই গল্পেরও কোনো কোনো ছত্র কবিতার মতোই দ্যুতি ছড়ায়। কবিতার অতস্পর্শিতা-গভীরতাও আর সবকে ছাড়িয়ে যায় অবলীলায়, কেবল দুটি ছত্রে ধারণ করে ইতিহাস। তাই তো সৃজনের ভুবনে কবিই সম্রাট। কবিতা কালের ভেতর কালকে ঢুকিয়ে দেয়, নিজে কখনো বের  হয়ে আসে কালের বাইরে। কবিতা অশরীরী, অস্পৃশ্যা। কল্পনার ভুবনে জাল বুনে যাওয়া নিঃসীম সত্তা। এ গন্থের পঙক্তিসমূহের রচনাকাল ১৯৭৮-২০১৫, আটত্রিশ বছরে পরিব্যাপ্ত। এসবে বিষয়বস্তুর উল্লম্ফন ও বিচিত্রগামিতা লক্ষ করার। কবিতায় বিভিন্ন সময়ের প্রতিনিধি হয়েছে, কবির যোগ্যতা ও ক্রমোত্থনকে নির্দেশ করেছে। কাঁচা আছে, আছ কাঁচা-পাকা, হয়তো পাকবে সে কোনো কালে গিয়ে।