নভেলা

৳ 200.00

জিন হুজুর ও পোস্ট মাস্টর নতুন এবং পুরোনো জীবনে মুখোমুখি হওয়ার কাহিনি ও জিন হুজুর ও পোস্ট অফিস। গ্রামীন জীবনে ক্ষমতার বলয় যেভাবে স্থান পরিবর্তন করে তার মধ্যে থাকে সংঘাত ও প্রতিহিংসা।এই দন্দ্বের সুযোগ নিয়ে আত্মপ্রকাশ করে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের কঠোর অনুশাসন। পরিবর্তনের টানাপোড়েনে গ্রামের পুরোনো ভগ্নপ্রায় পোস্ট অফিস একটি প্রতীক হয়ে দাঁড়ায়। এখানে নষ্ট রাজনীতি আর ভ্রষ্ট আধ্যাত্মিকতা আসন পেতে বসতে চায় প্রতি গ্রামের মানুষের প্রতিক্রিয়ায় দেখা যায় কখনো অসহায়বোধ, কখনো ঔদাসীন্য আবার কখনো ইতস্ততঃ সমর্থন। নানা ঘটনার ভেতর দিয়ে এই সব দ্বন্দ্ব ও টানাপোড়েন প্রকাশ পায় এবং একটি অস্থিতিশীলতার জন্ম নেয়। শেষ পর্যন্ত শুভবুদ্ধি ও কল্যাণবোধেরই জয় হয়। অতীতের গ্লানি মুছে ফেলে যাত্রাশুরু হয় মঙ্গলময় ভবিষ্যতের দিকে। এই যাত্রা এবং গন্তব্যের প্রতিকরূপে দেখা দেয় পোস্ট অফিস। ‘জিন হুজুর ও পোস্ট অফিস সমসাময়িক কালের ও গ্রামীণ সমাজের এক অন্তরঙ্গ এবং বলিষ্ঠ পরিচিতি। এখানে হতাশাকে অতিক্রম করে যায় ভবিষ্যতের জন্য আশাবাদ। সে এবং তার ছায়া একটি সৎ মানুষের অধঃপতনের কাহিনি। এই অধঃপতনের জন্য সে নিজে যত না তার চেয়ে বেশি দায়ী সমাজ। উপন্যাসের নায়ক জ্ঞান-চর্চা এবং শিক্ষাদানের জগতে থেকে এক সরল জীবনযাপনের ভেতর তৃপ্তি এবং জীবনের অর্থ খুঁজে পেয়েছিল। কিন্তু জীবনযাত্রার জটিলতা তাকে পরাস্ত ও বিভ্রান্ত করে দেয়। তাকে জীবনে টিকে থাকার সংগ্রামে অর্থ সংগ্রহের জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধেও ত আত্ম- সমর্পন করতে হয় অনৈতিক ও দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার কাছে। তার জীবনের ক্রমাবনতি সমাজের মূল্যবোধের অবক্ষয়ের আদর্শবোধের পরাজয়ের এক নিদারুণ কাহিনি। উপন্যাসে কেবল নায়কের নয়, সমাজের উঁচু স্তরের মানুষের ছায়া উপস্থিত। এটি সযত্নে লালিত এক আশাভঙের কাহিনি যার অন্তিমে হতাশা এবং গ্লানির উপলব্ধি প্রবল হয়ে ওঠে। এই উপলব্ধিই অব্যাহত হলে নিষ্কৃতি দিতে পারে ব্যক্তি মানুষকে এবং সমাজকেও, এমন ইঙ্গিত দিয়েছেন লেখক।