নাইয়র

৳ 200.00

‘নাইয়র’ গ্রামীণ বাঙালি লোকজীবনের গুরুত্বপূর্ণ সামাজিক-সাংস্কৃতিক প্রসঙ্গ। নববিবাহিত দম্পতির প্রিয়জনের সান্নিধ্যে কিছুদিন অবকাশযাপনের অনুষঙ্গ এর সঙ্গে নিবিড়ভাবে জড়িত। পিতৃতান্ত্রিক বাঙালি সমাজে বিয়ের পর মেয়েদের ছেড়ে যেতে হয় বাবা-মা-ভাই-বোন আশ্রিত পরিবার। বরণ করে নিতে হয় স্বামী-শ্বশুরবাড়ির স্বজনদের । বাবার বাড়িতে সেই বিবাহিত মেয়ের মমতা-ভালোবাসা ও নিজের মতো করে খানিকটা সময় কাটানোর আকাকাই নাইয়র প্রথার উপজীব্য। নাগরিক সমাজেও এর প্রভাব ও আবেদন স্বীকৃত । নির্দিষ্ট পার্বণ, উৎসব, সন্তানের জন্মদান ও উপলক্ষ্যকে আশ্রয় করে যে নারী স্বামী-সন্তানকে নিয়ে বেড়াতে আসে বাবার বাড়ি। নদীবাহিত বাংলাদেশে নাইয়রের মূল বাহন নৌকা। তবে ক্ষেত্রবিশেষে গরুর গাড়ি ও পালকিও নাইয়রের জন্য ব্যবহৃত হয়। লোকসংস্কৃতির বর্ণাঢ্য এ প্রথাটি আধুনিক নাগরিক মানুষের চিন্তা-চেতনায় ও যে স্বতন্ত্র আবেদন সৃষ্টি করতে সমর্থ, এর রূপায়ণ ঘটেছে নাইয়র উপন্যাসে । মধ্যযুগের বাঙালি লোকসংস্কৃতি ও লোকসাহিত্যের বিভিন্ন উপাদান এ উপন্যাসে সমন্বিত হয়েছে নাইয়র প্রথার প্রাসঙ্গিক পরিমণ্ডল নির্মাণে। নাইয়রকেন্দ্রিক লোকসংগীত, লোকউৎসব, মেয়েলি আচার, রীতি-নীতি, বাকভঙ্গি, মূল্যবোধ প্রততির সঙ্গে যুক্ত ‘মনসামঙ্গল’ কাব্যধারার অন্তর্গত দাড়াই-বড়াই উপাখ্যান’ ও ‘চণ্ডীমঙ্গল কাব্যধারার অন্তর্গত সতীরে পতিনিন্দা’ এ উপন্যাসে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। আদর্শ ও ব্যক্তিত্বের সংঘাত কলেজশিক্ষক এক দম্পতির জীবনে ভাঙা-গড়ার চালচিত্র বয়ন করে চলে নাইয়রের অনুষঙ্গে, তারই অনবদ্য শিল্পরূপ এ উপন্যাস।