নারীকাব্য

৳ 200.00

বলা কথা, না-বলা কথা- অনেককিছুই কবিতার মাঝে দিয়ে প্রকাশিত হয় । কবিতা যেন একটি জীবনের মতো। জীবনকে যেমনভাবে বুঝে বুঝে চলতে হয়, তেমনি যেন কবিতাও বুঝে নিতে হয়, বুঝে বুঝেই পড়তে হয়! প্রতিটি জীবনেই কবিতা থাকে, লুকিয়ে থাকে কবিতাসিক্ত অনেক অজানা কথা, কাহিনি । অন্যদিকে কবিতা যদি জীবনকে বোঝে, জীবনের নানান মোড়- প্রতিকূলতা, হাসি-কান্না-গল্পগাথা! তাহলে কবিতার সঙ্গে যেন জীবনের রচিত হয় এক অনন্য সখ্য। কবিতা আর জীবন কিংবা জীবন আর কবিতা- যেন মিলেমিশে একাকার হয়ে যায় । এই গ্রন্থে কবির নানান কবিতার আশ্রয়ে যেন এমনই এক মেলবন্ধন রচিত হয়েছে । কবিতার মাধ্যমে একজন মেয়ে কিংবা কন্যাশিশু, একজন নারী বিভিন্নরূপে যেন মিশে গেছেন, অন্যদিকে শিশু ও নারীও যেন কবিতার সঙ্গে মিলেমিশে রচনা করেছে এক অদ্ভুত বন্ধন। যে বন্ধন নানা কবিতার ভাব ও আধারে ভালোবাসা, সমতা ও সাম্যের কথা ব্যক্ত করেছে, ব্যক্ত করেছে বিশ্বভাতৃত্ববোধ ও বিশ্বমানবতার জয়গান।