নিরন্তর নির্বাসন

৳ 200.00

নিরন্তর নির্বাসন-এ গ্রন্থিত কবিতার ভূমিকা ছাপিয়ে ঠাঁই মিলেছে বিমূর্তচিন্তার আলয়ে। আবহমান কাল ধরে সখ্যতার রূপ পরিবর্তনের মাধ্যমে ঋদ্ধ মানবজীবনে সবচেয়ে বড় সত্য হলো বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আর এই আকাঙ্ক্ষার মর্মে বেজে ওঠে ভালোবাসার চিরায়ত সুর। তাই ঈশ্বরপ্রেম, প্রকৃতিপ্রেম কিংবা মানবপ্রেমে বিবর্তিত ইতিহাস প্রস্ফুটিত হয়েছে নিরন্তর নির্বাসন–এর পাতায় পাতায়। স্বপ্নীল বর্ণময় জীবনের হাতছানি যা হৃদয়ের মণিকোঠায় অনাবিল সন্দীপিত–ভাস্বর হয়ে ওঠে এই কবিতামালার গ্রন্থনায়। উপমার ডালি ছড়িয়ে প্রেম প্রস্ফুটিত হয় আফ্রিকার জাতিগত সংঘাত কিংবা বিশ্বযুদ্ধের রণাঙ্গনের মাঝেও,  দীপ্ত  মানবতা নয় তো ট্রয় নগরীর মাঝে। ইতিহাস ও সমাজ চেতনার দর্শন অনন্যরূপে প্রতিভাত হয় পঙক্তিমালায়। চেতনার প্রকাশ, মানসপট ও ইন্দ্রিয়গ্রাহ্য মানবিক বোধগম্যে ভালোবাসা নিয়ে যে পল্লবিত আবাহন ভেসে আসে  যুগান্তরের পথ বেয়ে তার সম্মিলনী ঐকতান বাজে অন্তরের অন্তস্তলে। তাই সীমাহীন সংগ্রামের পর শান্তির পেলব বার্তা ধ্বনিত হয় আনন্দলোকে। জীবন গভীর মর্মবোধে বাঙ্ময় হয়ে ওঠে রূপকল্পের প্রাঞ্জল বর্ণনার মাঝে। সভ্যতার অবারিত আহ্বানের আড়ালে অবিরল ধ্বংসপ্রাপ্ত প্রকৃতির প্রতি গভীর মর্মবেদনার রূপ চিত্রিত হয় পঙক্তিমালার উচ্চারণে।