নির্বাচিত কবিতা

৳ 100.00

তিরিশি আধুনিকতা যখন তার যৌবন ও প্রৌঢ়ত্ব পেরিয়ে বার্ধক্যজনিত নানা অসুখ-বিসুখ ও সাধারণ দুর্বলতায় ভুগছে, ঠিক তখন নতুন স্বাদের কবিতা নিয়ে আমাদের কবিতাঙ্গনে আবির্ভূত হন আবিদ আনোয়ার। সমকালের প্রায় সব ক’জন উল্লেখযোগ্য লেখ–সমালোচক তাঁদের নানা আলোচনায় আবিদ আনোয়ার-এর কবিতার এই নতুনত্বকে স্বাগত জানিয়েছেন। সৈয়দ আলী আহসান, শামসুর রাহমান, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মোহাম্মদ  মাহ্ফুজ উল্লাহ, হুমায়ুন আজাদ, মাহবুব সাদিক, অসিম সাহা, রফিকউল্লাহ খান থেকে শুরু করে অনেক নবীনও রয়েছেন এই তালিকায়। তাঁদের ভাষায়@ ‘আবিদের কবি-চৈতন্যের শিকড় আবহমান বাঙলা ও বাঙালির কাব্য-ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়েও নতুন, নিজস্ব, ও আধুনিক। ঐতিহ্যকে তিনি ব্যবহার করেছেন কেবল শিল্প-উপকরণের ভান্ডার হিসেবে… যে-প্রক্রিয়ায় তাঁর কবিতাশিল্পের নির্মাণকাজ সম্পন্ন করেছেন তা তাঁর নিজস্ব। এই নিজস্বতা এসেছে তাঁর বা- প্রতিমায় অসাধারণ উপমা-উৎপ্রেক্ষা-রূপক-প্রতীক ও চিত্রকল্প নির্মাণের মৌলিকত্বে ও নিপুণতায়।’ আবেগ ও মননের সমন্বিত পরিচর্যায় তিনি তাঁর কবিতার শরীরকে পরিণত করেন ভাস্কর্যসুলভ নিপুণ শিল্পকর্মে। কবির সমকাল সচেতনতা জীবনের গভীর মূলস্পর্শী।’’ ‘‘আবিদ আনোয়ার কবিতার শুদ্ধতায় বিশ্বাসী যেমন বিশ্বাসী প্রতীকী কবিরা ..তাঁর কবিতা দ্বারা সংক্রমিত হওয়ার জন্য দরকার অভিনিবেশী পাঠক সম্প্রদায় যারা বিন্তার সূত্র অনুসরণে সক্ষম, চিত্রকল্পের শোভা ও ব্যঞ্জনা অনুধাবনে সমর্থ…’