নীরব দেশত্যাগ, হুন্ডি ও অভিবাসন

৳ 300.00

বাংলাদেশ অনেক প্রথিতযশা অর্থনীতিবিদের জন্ম দিয়েছে। তবু এদের সিংহভাগই আন্তর্জাতিক স্বীকৃতির মোহে ইংরেজি ভাষায় লিখেছেন। বাংলাভাষা অর্থনীতি চর্চার ক্ষেত্রে অত্যন্ত দীন। এই পরিস্থিতিতে অথনীতিবিদ মামুন রশীদের বাংলা ভাষার প্রতি অনুরাগ বিশেষভাবে লক্ষ্যণীয়। গত এক দশক ধরে তিনি অত্যন্ত প্রাঞ্জল বাংলায় একটার পর একটা বই লিখে চলেছেন। বিশেষত: ব্যাংক ব্যবস্থা সম্পর্কে তাঁর জ্ঞানের গভীরতা ঈর্ষণীয়। নীরব দেশত্যাগ, হুন্ডি ও অভিবাসন গ্রন্থটি ৮টি অর্থনীতি সম্পর্কিত প্রবন্ধের সংকলন। এর মধ্যে এক-তৃতীয়াংশে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার জরুরি সমস্যা সম্পর্কে অন্তর্দৃষ্টিমূলক আলোচনা রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে বৈদেশিক বাণিজ্য ও ব্যবসা-বাণিজ্য নিয়ে। আবার অনেকগুলো অর্থনৈতিক প্রবন্ধ লেখা হয়েছে রম্য রচনার অবয়বে। এ ধরণের প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য হলো: সব শালা মুক্তিযোদ্ধা হবে, ইনস্ট্যান্ট কফির মত পিএইচডি বন্ধ হোক, বাংলাদেশ: মাফি মুসলিম, আয়েশি অর্থ প্রভৃতি। এসব প্রবন্ধে অর্থনীতিবিদের যুক্তিশীলতার সাথে রয়েছে তির্যক দৃষ্টিকোণ যা তাঁর রচনাকে প্রাণবন্ত করে তোলে। অর্থনীতি মামুনের জন্য শুধু তত্ত্বের কচকচি নয়, বাস্তব  জীবনের সমস্যা তাকে অনেক বেশি আকৃষ্ট করে। এই প্রবন্ধে তিনি দেখিয়েছেন অতীত কীভাবে এখনও বিয়োগান্ত নাটকের জন্ম দিচ্ছে। আমি আশা করি, সুখপাঠ্য এই বইটি সকল পাঠকের নজর কাড়বে।