নৌবাহিনীর স্মৃতি

৳ 400.00

পৃথিবী দেখার আকাঙ্ক্ষায় পাকিস্তান নেভিতে বয়েজ হিসাবে যোগদান করেন কিশোর মোহাম্মদ আব্দুল মজিদ যখন তিনি সবে ম্যাট্রিক পরীক্ষার্থী। এরপর দীর্ঘ আটত্রিশ বছর চাকরি জীবনে | নৌবাহিনীর একেবারে নিম্নস্তর থেকে শুরু করে একটা সম্মানজনক অবস্থানে পৌছে অবসর নেন তিনি । বইটি তার যাপিত জীবনের নানামাত্রিক ঘটনাপ্রবাহের সমষ্টি। এখানে যেমন আছে তার কর্মজীবন তেমনি আছে তার ব্যক্তি ও পারিবারিক জীবনের সাতকাহন। বাংলাদেশের স্বাধীনতাপূর্বে তিনি পাকিস্তান নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং এরপর স্বাধীন বাংলাদেশে পুনরায় যোগ দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীতে। তাই তিনি ইতিহাসের ক্রান্তিকালটা অনেক কাছ থেকে অবলোকন করেছেন। তার স্মৃতিচারণায় অনেক কিছু তাই মুক্তিযুদ্ধের ইতিহাসের উপাদান হয়ে উঠেছে । একটি স্বাধীন দেশের নৌবাহিনী কীভাবে গড়ে উঠেছে এবং কীভাবে তার আধুনিকায়ন ঘটেছে তাও তিনি খুব কাছে থেকে একজন নৌবাহিনীর সদস্য হিসেবে দেখেছেন। তার এই দেখা নানাভাবে নানাপ্রসঙ্গে তিনি তুলে ধরেছেন তার এই স্মৃতিচারণ গ্রন্থে। পাঠকের জন্য বাড়তি পাওয়া হিসাবে বলা যায়, নৌবাহিনীর অনেক অজানা কিছু জানা যাবে এই গ্রন্থপাঠে ।