পথ হে পথ

৳ 100.00

নাসরীন জাহান ক্লাস ফোর থেকেই লেখা শুরু করেন, তখন মূলত শত শত ছড়া আর অনেক গল্প লিখতেন। ফুটপাতে –মঞ্চে-চাঁদের হাট-নানা অনুষ্ঠানে ‘প্রথমত’ ছন্দ লিখে-ছড়া পাঠ নয়, যেন নিজেই শুদ্ধ ‘উচ্চারণে’ নিজের লেখা নিজে আবৃত্তি করতেন। কিন্তু সবচাইতে যা তাকে অভিভূত করে বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রথম প্রকাশিত শিশু ম্যাগাজিন, যেখানে একজন বিবরবামি মেয়ে তিল তিল করে মরে যেতে থাকে, সেখানে তার প্রথম গল্প প্রকাশ হওয়া। ময়মনসিংহের বিদ্যাময়ী স্কুল থেকে ক্লাস সিক্সে পড়াকালীন সেই গল্প পাঠানো হয়েছিল। এরপর আরো লেখা…। তার সেই সময়ের ভাষা ছিল সিরিয়াস, সাহিত্য করবেন এই ছিল তার সারা জীবনের আরাধ্য। এরপর অনুবাদ সাহিত্যের নিবেদিত সাহিত্যিকদের লেখা পড়ে নিজেকে সেই পথে ধাবিত করতে কয়েকশ গল্প থেকে বাছাই করে লিখলেন, পাঁচটি গল্পগ্রন্থ যার মধ্যে একটির নাম ‘পথ হে পথ’। এই বই পড়ে শুভার্থীরা বলেছিলেন- একা উপন্যাস ‘উড়ক্কু’ লিখলেও প্রচুর সম্মান দেন গল্পকে। জীবনে আর যাই করুন তিনি কোনোদিন শিল্প আর একটি শব্দের সাথে আপষ করেন নি।