পারুলীর উড্ডয়ন

৳ 120.00

প্রিমিটিভনেস এবং আধুনিকতার সমন্বয়ে আমাদের জীবন-এই জীবনের নানান দৃশ্যাংশের সুন্দর চিত্রায়ণ করেছেন তিনি শব্দ আর বিষয়ের সহজাত সাম্যের সেতুতে।

প্রচলিত গ্রাম্য কুসংস্কারাচ্ছন্ন মানুষের অজ্ঞতা, নেশাসক্ত পুরুতৃষের দুর্বিষহ জীবন, নারীর পরমাকাঙ্ক্ষা মাতুত্ব, ব্যক্তিস্বাধীনতার প্রশ্নে আপসমূলক জীবন,  নির্বাহ, জৈবিক চাহিদার কাশিদা, সন্তান উৎপাদনে অক্ষম পুরুষের পুরুষালী কষ্ট, অদৃষ্টবাদের ওপর সাধারণ মানুষের  নির্ভরতা,  প্রবাসীদের স্বদেশ ফেরার আকুতি, দাম্পত্য জীবনের অভিপ্রেত ও  অনভিপ্রেত সুখ-দুঃখের সুললিত সেলুলয়েড- পারুলীর উড্ডয়ন। তাঁর গল্পকে ছেয়ে গেছে মুক্তিযুদ্ধ, সমকালীন রাজনীতি এবং সত্যতা ও সহিংসতা। ব্যক্ত হয়েছে পরানের গহিন ভেতরে একাকী জেগে থাকা অন্তর্জ্বালার ছোট্ট শামুকের কথা, স্বপ্ন আর দুঃস্বপ্নের কথা। গহিন থেকে যেমন তুলে এনেছে মানবিকতা তেমনি মেলে ধরেছেন নষ্ট হওয়ার প্রবণতা। বিভিন্ন পেশা ও বিচিত্র স্বভাবী মানুষের চিত্রাঙ্কন করেছেন তিনি পর্যবেক্ষণের সূক্ষ্ণ তুলি দিয়ে। তাঁর গল্পে কথা বলে ওঠে দারিদ্র্যপীড়িত দুঃখ, বিধবা আকাশ কিংবা অভিজাত ফ্ল্যাট। প্রেম আর প্রজ্ঞার প্রাঞ্জল রসায়নে পরিশীলিত তাঁর উনিশটি ছোটগল্প নিয়ে গ্রন্থিত-পারুলীর উড্ডয়ন। বইয়ের প্রতিটি গল্পেই আছে এই অনন্য লেখকের অনুপম স্বাক্ষর। ঋদ্ধ গদ্য, তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং স্বপ্ন ও বাস্তবের সংমিশ্রণে উৎসারিত গল্পগ্রন্থটি পাঠককে সহযোগিতা করবে কয়েকটি প্রশ্নের শরীর স্পর্শে।

প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী