ফিরে এসো প্রমিথিউস

৳ 100.00

গণমুখী, পাঠকপ্রিয় ও শ্রুতিমধুর আবৃত্তি করার মতো কবিতা রচনাকে কেউ কেউ বলেন, কবিতায় রাজনীতি নিয়ে এসেছেন আয়াত আলী পাটওয়ারী। আসলে কি তাই? এ বচন মোটেই সত্য নয়। কবিতায় গণমুখিতা, মানবপ্রেম, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের কথা থাকে, থাকে বীরত্বগাথা, মুক্তিযুদ্ধের ইতিহাস; সেটাকে কী কবিতায় রাজনীতি বলা সমীচীন হবে? সে কবিতা কী স্লোগানধর্মী কবিতা? অব্যশই নয়। দুর্বোধ্য কবিতাকে শামসুর রাহমান কবিতা মানতেই নারাজ ছিলেন। তিনি বলেছেন, যারা দুর্বোধ্য কবিতা লেখেন, এমন অনেকেই কবিতায় কি বোঝাতে চেয়েছেন নিজেই বলতে পারেন না। সে কবিতা পাঠক পড়বে কেন? আর সে কাব্যগ্রন্থই বা পাঠক কিনবে কেন? সে কবিতা পাঠ্যই বা হবে কেন? দিনে দিনে পাঠক প্রিয় কবিতা রচনা করে ঋদ্ধ হতে চান আয়াত আলী পাটওয়ারী। তিনি বারবারই বলেছেন, কবিতা মানুষের প্রয়োজনে লেখা, অন্যকোনো প্রয়োজন নয়। মানুষের প্রয়োজনেই এই প্রকৃতি তথা জগতের তাবৎ সৃষ্টি। তাইতো এই কবি হৃদয়ের বাসনা কবির কলমে, আবৃত্তিকারের আবৃত্তিতে কবিতা হোক কাব্যকলা।