ফেসকুকে কয়েকদিন

৳ 250.00

‘ফেসবুকে কয়েকদিন ফেসবুকের ভার্চুয়াল ওয়ার্ল্ডের ওপর লেখা উপন্যাস । রিয়েল ওয়ার্ল্ডের কাহিনি নিয়ে যেভাবে উপন্যাস লেখা হয়, স্বভাবতই তা এখানে নেই। ভার্চুয়াল ওয়ার্ল্ডের চরিত্র এবং ঘটনা বাস্তবে ঘটলেও তার প্রকাশ হয়  ভিন্ন প্রেক্ষিতে। এই প্রেক্ষিত বা প্লাটফর্মের সঙ্গে রিয়েল ওয়ার্ল্ডের মিল থাকলেও উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। সেই জন্য ভার্চুয়াল ওয়ার্ল্ডের ওপর লেখা এই উপন্যাসে প্রচলিত কাহিনি-উপন্যাসের চরিত্র এবং ঘটনার উপস্থাপনা করা হয়নি । ভার্চুয়াল ওয়ার্ল্ডের যেসব চরিত্র এই উপন্যাসে এসেছে, তাদের ভূমিকা বিচ্ছিন্ন এবং সীমাবদ্ধ । এই বিচ্ছিন্নতা ও সীমাবদ্ধতার ভেতর একটি নির্ধারিত সময়ের পরিধিতে ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক বিষয় উঠে এসেছে, যার সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক রয়েছে । এই অর্থে ‘ফেসবুকে কয়েকদিন’তার নিজের দাবিতে একটি উপন্যাস। ‘ফেসবুকে কয়েকদিন’ উপন্যাসটিকে বলা যায়, পোস্ট-মডার্ন উপন্যাসের একটি দৃষ্টান্ত। এই ধারার উপন্যাসে অখণ্ড এবং একক কোনো কাহিনি পরিণতির দিকে অগ্রসর হয় না। প্রতিটি ঘটনাই স্বয়ংসম্পূর্ণ এবং তাদের নিজস্ব স্বার্থকতা রয়েছে । চরিত্রগুলোও বিচ্ছিন্ন ভূমিকায় তাদের দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট ঘটনা দেখে, তাদের প্রতিক্রিয়া জানিয়ে সমকালের প্রতিনিধিত্ব করে ।