বঙ্গবন্ধু আজ যদি বেঁচে থাকতেন

৳ 350.00

একটি পরাধীন জাতিকে একক নেতৃত্বের বলে যিনি বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তার হৃদয় জুড়ে ছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সোনার বাংলা আর বাংলাদেশের মানুষ । এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চিরদিন লড়াই-সংগ্রাম করে গেছেন হার-মানা এই অকুতোভয় বাঙালিনেতা। এক বুক দুঃসাহস, অনুপম দেশপ্রেম, ক্ষমা ও ঔদার্য ছিল। তার চারিত্রিকভূষণ । বঙ্গবন্ধুকে নিয়ে দেশ-বিদেশের অনেকেই লিখেছেন এবং এখনও লিখছেন- তবে বরেণ্য লেখক-সাংবাদিক-কলামনিস্ট আবদুল গাফফার চৌধুরী যখন বঙ্গবন্ধুকে নিয়ে লেখেন তার লেখা সব সময়ই অনন্য আবেদন নিয়ে পাঠকের সামনে হাজির হয়। ‘শেখ মুজিব যদি এ সময় বেঁচে থাকতেন’ গ্রন্থেও আবদুল গাফফার চৌধুরী শেখ মুজিবকে নিয়ে যা লিখেছেন, যেগুলো পড়লে পাঠক চমৎকৃত হবেন এবং ঘটনার গভীরে ঢুকে উপলব্ধি করতে সক্ষম হবেন অনেক কৌতূহলোদ্দীপক বিষয়। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক শ্রেণিবৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। মাত্র পঞ্চান্ন বছরেই ঘাতকদের নির্মম বুলেটে থেমে যায় তার মহাজীবনের গল্প । বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন, তাহলে কেমন হতো আমাদের দেশ, এখন তিনি কি ভাবতেন, সে । বিষয়গুলোই বিশ্লেষণাত্মক দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করেছেন আবদুল গাফফার চৌধুরী। বিষয়-বৈচিত্র্য, ভাষার মাধুর্য এবং ঐতিহাসিক বাস্তবতার নিরিখে এই গ্রন্থটি বঙ্গবন্ধু বিষয়ক একটি আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হওয়ার দাবিদার।