বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৳ 1,200.00

জাতির জনকের জীবন ও রাজনীতির প্রতিচ্ছবি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থে বিম্বিত হয়েছে। বঙ্গবন্ধু শৈশব, কৈশোর, তরুণ ও ছাত্রজীবন রাজনীতির সঙ্গে কীভঅবে যুক্ত হয়েছিলেন তার বর্ণনা যেমন এই গ্রন্থে আছে তেমনি মুজিব-নেতৃত্বের বিকাশের ইতিবৃত্ত হতে রয়েছে। তাঁর নেতৃত্বের পটভূমিতে ভারতীয় উপমহাদেশ বিভক্তির পারিপার্শ্বিক প্রভাব এই গ্রন্থে লক্ষণীয়ভাবে উপস্থাপিত হয়েছে। ভাষা-আন্দোলনে (১৯৫২) শেখ মুজিবের সম্পৃক্ততা, কারাগারে অন্তরীণ হওয়া তাঁর রাজনৈতিক জীবনের মোড় পরিবর্তনে গুরুত্বপূর্ণ ছিল। অসাম্প্রদায়িক ও মুক্তমনের শেখ মুজিবের গভীর দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। বাঙালি জাতি ও স্বদেশের চিন্তায় বিভোর শেখ মুজিব তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে আলোড়ন তোলেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম যুক্ত হন। তিনি আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আবির্ভূত হন এবং বাঙালি জাতির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির সনদ ৬-দফা দাবি উত্থাপন করে পাকিস্তানের পাঞ্জাবি সামরিক শাসকদের হৃদয়মন কাঁপিয়ে দেন। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতিকে তিনি ঐক্যবদ্ধ করতে সমর্থ হন এবং ১৯৭১ সালের রক্তক্ষয়ী নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত জন্য, জাতির জন্য ঐতিহাসিক অবদান রাখেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান বাঙালি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনেতিহাসের সংক্ষিপ্ত বিবরণ এই গ্রন্থে বিধৃত হয়েছে। এটি একটি বহনযোগ্য তথ্য ভাণ্ডার সমৃদ্ধ গ্রন্থ। বঙ্গবন্ধুর জেল থেকে লেকা চিঠি, হস্তাক্ষর ইত্যাদি এই গ্রন্থের মূল্যবান সংযোজন। গ্রন্থটি পাঠক-চাহিদা পূরণ করবে, সমালোচক ও গবেষকগণও এ থেকে অশেষ উপকৃত হবেন।