বাংলাস্তান

৳ 80.00

সাহিত্য যদি সমসাময়িক সমাজের বাস্তবতার চিত্ররূপ হয়ে থাকে তাহলে মাসুদা ভাট্টি ‘বাংলাস্তাস্ত’ সেই বাংলাদেশকে চিত্রায়িত করেছে যার শাশ্বত ও চিরন্তনরূপটি আজ ভূলুণ্ঠিত তথাকথিত ধর্মব্যবসায়ীদের-হাতে। বাঙালির ধর্মভীরু চরিত্রকে প্রলোভনে, শাসনে, নির্যাতনে ও হঠকারিতায় যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারই ভয়বহতা লেখক এই উপন্যাসে তুলে ধরেছেন। এখানে বাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে খ্যাপা ভবিষ্যতের দুশ্চিন্তা। পাঠকমাত্রই অনুধাবন করবেন এই উপন্যাসের চরিত্র কেউ তাদের অপিরিচিত নয়, সবাই এই সমাজের, এই রাষ্ট্রের অংশ। কিন্তু তারা যেন অংশ হয়েও রাষ্ট্রটিকে বিকিয়ে দিতে, রাষ্ট্রের স্বার্থকে নিলামে তুলতে দ্বিধাবোধ করছে না। ফলে পাঠক তখন নিজেই প্রতিবাদী হয়ে উঠবেন নিঃসন্দেহে। আর প্রতিবাদের সামনে সব অন্যায়ই যে খড়কুটোর মতো ভেসে যায়, সে কথা বলাই বাহুল্যামাত্র।