বাঙলা কবিতার আধুনিকায়ন

৳ 100.00

রবীন্দ্র-নজরুল যুগের কবিদের রচনাশৈলীর প্রবল প্রতাপে মোহগ্রস্ত বাঙালি পাঠকসাধারণ- এমনকি কোনো কোনো সমালোচকও-তিরিশোত্তর আধুনিক কবিতাকে এক উৎকেন্দ্রিক প্রচেষ্টার ফল বলে মনে করেন। অথচ প্রকৃত স্রষ্টার হাতে রচিত আধুনিক কবিতা আবহমান বাঙলা কবিতারই এক ক্রমবিবর্তনের ফসল। এই বোধ সাধারণ স্তরের পাঠক ও নবীন কবিকর্মীদের চৈতন্যে সঞ্চারিত হয়নি বলেই আধুনিক কবিতা নিয়ে আজও বিভ্রান্তির অন্ত নেই। এই বই পাঠ করলে বাংলাদেশের জনগণ সবাই আধুনিক কবিতা বুঝতে শুরু করবেন এবং রাতারাতি আধুনিক কবিতার পাঠকের সংখ্যা বেড়ে যাবে-এমনটি ভাবার কোনো কারণ নেই। কবিতার প্রকৃত পাঠক সব কালে এবং সব দেশেই কম। তবুও এ-গ্রন্থে চেষ্টা করা হয়েছে বাংলা কবিতার আধুনিকায়ন প্রক্রিয়ার এমন একটি সরল চিত্র তুলে ধরতে যা অন্তত কবিতা বিষয়ে আগ্রহীজনদের চৈতন্যে রবীন্দ্রোত্তর কাব্যপ্রয়াসের একটি ধারণা তৈরিতে সহায়ক হয়।