বা উ ল কো ষ

৳ 450.00

সৈয়দ জাহিদ হাসান রচিত বাউলকোষ বাংলা সাহিত্যে এক চমৎকার সংযোজন। বাউল, সুফিতত্ত্ব বা মরমিবাদ এবং এতদ্বিষয়ক ভাবনা যুগেপর যুগ মানুষের মস্তিষ্কে কন্দরে ঘুরপাক খেয়েছে, এখনও মানুষকে ভাবিত করে। স্রষ্টা- সৃষ্টি, জগৎ-জীবন সম্পর্কে মানুষের জিজ্ঞাসা কখনো শেষ হওয়ার নয়। সৈয়দ জাহিদ হাসান যিনি বাউলের ঐকান্তিক ও একনিষ্ঠ কর্মী-ভক্ত বলে পরিচিত, তিনি বাউলকোষের মতো বিশালব্যাপ্ত রচনায় হাত দিয়েছেন, বাউল ও বাউলভক্তদের জন্য এটি একটি আনন্দের বিষয়। কোরআন, পুরাণ, বেদ-বেদান্ত ঘেঁটে বাউল বা এতদ্বিষয়ক ভাবনাকে বিভিন্ন জেনারে (Genre), বিভিন্ন শিরোনামে এই কোষগ্রন্থে বর্ণানুক্রমে এক ডালায় সন্নিবেশিত করেছেন। বাউলকোষ পাঠ করে পাঠকের কাছে মনে হবে গ্রন্থটি প্রণয়ন লেখক অত্যন্ত শ্রম স্বীকার করেছেন এবং খুব সতর্কতার সঙ্গে বিষয় নির্বাচন করেছেন। বাউলকোষ জ্ঞানপিপাসুদের যেমন জ্ঞানপিপাসা নিবারণে সাহায্য করবে, তেমনি সাহিত্যের শিক্ষক-শিক্ষার্থী ও বাউল গবেষকদের কাছেও আদরণীয় হবে এমনটি সহজেই প্রত্যাশা করা যায়।